ইসলামী শরিয়তে মুনাফিক হলো সেই ব্যক্তি যে মুসলমান বলে দাবি করে কিন্তু তার হৃদয় বা মনথেকে ইসলাম ধর্ম বিশ্বাস করে না।
মুনাফিকের বৈশিষ্ট্যগুলো হলো
রাসূলুল্লাহ (সা.) বলেন, মুনাফিকের চারটি বৈশিষ্ট্য রয়েছে: যথা
১। যখন কথা বলে মিথ্যা বলে,
২। যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে,
৩। যখন ঝগড়া করে অহংকার করে,
৪। যখন আমানত দেওয়া হয় বিশ্বাসঘাতকতা করে। (বুখারী ও মুসলিম শরীফ)
মুনাফিকরা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তারা সবসময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মহান আল্লাহ তায়লা বলেন, “নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। তুমি তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না।
মুনাফিকের থেকে দূরে থাকা উচিত। তাদের সাথে সম্পর্ক রাখা থেকে বিরত থাকা উচিত।
আরো পড়ুন:- পৃথিবীর প্রথম ধর্ম কোনটি