সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা এবং গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১, বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য। গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন যাচাই করে দেখা যায় নিচের প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার এসেছে।

প্রশ্ন:- করোনা কোন ভাষার শব্দ? উত্তর:- প্রাচীন গ্রিক শব্দ করোনা থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত হয় করোনা শব্দটি।

প্রশ্ন:- করোনা শব্দের অর্থ কি? উত্তর:- পুষ্পমাল্য বা পুষ্পমুকুট

প্রশ্ন:- কোভিড ১৯ কোন ধরণের ভাইরাস? উত্তর:- RNA

প্রশ্ন:- এ পর্যন্ত করোনা ভাইরাসের কয়টি গোত্রের নাম পাওয়া গেছে? উত্তর:- ৭টি

প্রশ্ন:- চীনের বাইরে প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী কবে ও কোথায় পাওয়া গেছে? উত্তর:- ১৩ জানুয়ারি, ২০২০; থাইল্যান্ড।

প্রশ্ন:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ১৯ –কে কখন বৈশ্বিক মহামারি ঘোণনা করে? উত্তর:- ১১ মার্চ, ২০২০

প্রশ্ন:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে? উত্তর:- যুক্তরাষ্টে

প্রশ্ন:- করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় কোন দেশ? উত্তর:- রাশিয়া ( sputnik-v) ১১ আগস্ট, ২০২০

প্রশ্ন:- বিশ্বে প্রথম স্থায়ী করোনা ভাইরাসের টিকা হিসেবে অনুমোদন পায়? উত্তর:- ফাইজার ও বায়োএনটেক

প্রশ্ন:- বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় কবে? উত্তর:- ৮ মার্চ, ২০২০

প্রশ্ন:- বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূটি উদ্ধোধন করা হয় কবে? উত্তর:-২৭ জানুয়ারি ২০২১

প্রশ্ন: দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: বরগুনা।

প্রশ্ন: অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? উত্তর: জন ম্যাকাফি

প্রশ্ন: বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? উত্তর: সিরিয়া

প্রশ্ন : বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়? উত্তর : আপেল।

প্রশ্ন : ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কী? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।

প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী? উত্তর:- বারি কফি-১।

প্রশ্ন: দেশে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়- উত্তর:- ২৩ মে, ২০২১ সালে।

প্রশ্ন: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ? উত্তর: বাংলাদেশ ২০২১-২২ মেয়াদে

প্রশ্ন: ব্রিটিশ সাময়িকী Prospects-এর বিশ্বসেরা ৫০ জনের তালিকায় স্থান করে নেন। উত্তর: বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।

প্রশ্ন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কত তারিখ? উত্তর: ১৩ জুন ২০২১

প্রশ্ন: দেশের তৃতীয় সাবমেরিন  ক্যাবল স্থাপিত হবে কোথায়? উত্তর:-কক্সবাজারে

প্রশ্ন: দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? উত্তর:-১৭ ডিসেম্বর ২০২০।

প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? উত্তর:-পদ্মা সেতু।

প্রশ্ন: মরিশাসের রাজধানী পাের্ট  লুইস- এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট।

প্রশ্ন: বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? উত্তর:- ৮টি

প্রশ্ন: ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে? উত্তর:- ভুটান।

প্রশ্ন: অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? উত্তর:- ১৯৮৮ সালে।

প্রশ্ন: মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয় কখন? উত্তর:- ১ ফেব্রুয়ারি ২০২১

প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে- উত্তর:- নাসা

প্রশ্ন: দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? উত্তর:- ২০২৩ সালে

প্রশ্ন: অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি? উত্তর:- এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।

প্রশ্ন: মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union solidarity and development party.

প্রশ্ন: কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে? উত্তর:- হালদা নদী

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- উত্তর:- কমলা হ্যারিস

প্রশ্ন: ‘ভাসানচর কোথায় অবস্থিত? উত্তর:- নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার  চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।

প্রশ্ন: ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী? উত্তর:-আলােকবর্তিকা।

প্রশ্ন: করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর কত তারিখ? উত্তর:- ০৭ জুন ২০২১

প্রশ্ন: দেশে চীনের সিনোফার্মের টিকাদান শুরু হয় কখন? উত্তর:- ২০ জুন ২০২১

প্রশ্ন: দুই বছরের জন্য বিশ্বব্যাংক গ্রুপের We-Fi-এর ‘লিডারশীপ চ্যাম্পিয়ন’ মনােনীত হন- উত্তর: বাংলাদেশের সেলিমা আহমাদ

প্রশ্ন: CVF’র বর্তমান সভাপতি? উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘােষণাকে স্বীকৃতি দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাস হয়- উত্তর: ১৬ মার্চ ২০২১

প্রশ্ন: ‘Water Aid’ কোন দেশভিত্তিক সংস্থা? উত্তর: ব্রিটেন

প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? উত্তর:- সপ্তম।

প্রশ্ন: এ পর্যন্ত ৪ টি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধন নিয়েছে; গুগল, আমাজন, ফেসবুক ও মাইক্রোসফট।

প্রশ্ন : ২০২১ সালে কোন দেশে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে?  উত্তর : ফিলিস্তিনে।

প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে? উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।

প্রশ্ন: ‘সাম্রাজ্যের সমাধি’ বলা হয় কোন দেশকে? আফগানিস্তানকে

প্রশ্ন: বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ- তুরস্ক

প্রশ্ন: হাইতির নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর:- অ্যারিয়েল হেনরি

প্রশ্ন: মুজিবনগর থেকে কলকাতা পথকে কী নামকরণ করা হয়েছে? উত্তর: ‘স্বাধীনতা সড়ক। দূরত্ব প্রায় ১ কিলােমিটার

প্রশ্ন: বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক কোথায় অবস্থিত? উত্তর: নরসিংদীতে

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২১

প্রশ্ন:- মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?

ক. ১৮ মার্চ, ২০২১

খ. ২৬ মার্চ, ২০২১

গ. ৩০ মার্চ, ২০২১

ঘ. ৩১ মার্চ, ২০২১

উত্তর:- ঘ. ৩১ মার্চ, ২০২১

প্রশ্ন:-মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?

ক. তাইওয়ান

খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র

ঘ. চীন

উত্তর:- খ. জাপান

প্রশ্ন:-কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?

ক. কক্সবাজার বন্দর

খ. পায়রা বন্দর

গ. চট্টগ্রাম বন্দর

ঘ. মোংলা বন্দর

উত্তর:- ঘ. মোংলা বন্দর

প্রশ্ন:- সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?

ক. আকবর আলি খান

খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

গ. মোহাম্মদ ইউনুস

ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ

উত্তর:- ক. আকবর আলি খান

আরো পডুন: মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান

প্রশ্ন:- সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?

ক. অধ্যাপক রফিকুল ইসলাম

খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

গ. অধ্যাপক রায়হান আহমেদ

ঘ. অধ্যাপক শাহরিয়ার আলম

উত্তর:- খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

প্রশ্ন:- সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?

ক. আর্মেনিয়া

খ. ব্রাজিল

গ. ইকুয়েডর

ঘ.  যুক্তরাষ্ট্র

উত্তর:- খ. ব্রাজিল

প্রশ্ন:- কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?

ক. মটোরোলা

খ. শাওমি

গ. এইচটিসি

ঘ. নকিয়া

উত্তর:- খ. শাওমি

প্রশ্ন:- মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ.  কোনোটিই নয়

উত্তর:- গ. গ্রিসের করিন্থ খাল

প্রশ্ন:- ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?

ক. ১ হাজার ২০০ জন

খ. ১ হাজার ৯০৮ জন

গ. ১ হাজার ৬৪২ জন

ঘ. ১ হাজার ৫০৯ জন

উত্তর:- গ. ১ হাজার ৬৪২ জন

প্রশ্ন:- ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৭০ ডলার

খ. ৪৫ ডলার

গ. ৯৮ ডলার

ঘ. ২১ ডলার

উত্তর:- ক. ৭০ ডলার

প্রশ্ন:- কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক. ২০৪১ সাল

খ. ২০৩১ সাল

গ. ২০৭১ সাল

ঘ. ২০৫০ সাল

উত্তর:- ক. ২০৪১ সাল

প্রশ্ন:- সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

ক. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর

খ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি

গ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর

ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

উত্তর:- ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

প্রশ্ন:- সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায়। জাহাজটির নাম কী?

ক. কুইন ম্যারি

খ. সুইজ জায়ান্ট

গ. এভার গিভেন

ঘ. এভার গ্রিন

উত্তর:- গ. এভার গিভেন

প্রশ্ন:- সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষাকার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে?

ক. গাজীপুর বিশ্ববিদ্যালয়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়

গ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল বিশ্ববিদ্যালয়

উত্তর:- গ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

প্রশ্ন:- আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. ব্র্যাক ব্যাংক

খ. ডাচ-বাংলা ব্যাংক

গ. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

ঘ. সাউথ ইস্ট ব্যাংক

উত্তর:- গ. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

প্রশ্ন:- বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক. ৭ এপ্রিল

খ. ৪ এপ্রিল

গ. ৮ এপ্রিল

ঘ. ৬ এপ্রিল

উত্তর:- ক. ৭ এপ্রিল

প্রশ্ন:- সংবিধান সংশোধনীর ফলে কোন রাষ্ট্রপ্রধানের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত?

ক. শেখ হাসিনা

খ. জো বাইডেন

গ. নরেন্দ্র মোদি

ঘ. ভ্লাদিমির পুতিন

উত্তর:- ঘ. ভ্লাদিমির পুতিন

প্রশ্ন: প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

ক) ইংল্যান্ড

খ) নিউজিল্যান্ড

গ) ভারত

ঘ) অস্ট্রেলিয়া

উত্তর:- খ) নিউজিল্যান্ড

প্রশ্ন:  ২০২১ সালে অনুষ্ঠিত ১৬তম ইউরাে চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) জার্মানি  

খ) ব্রাজিল

গ) স্পেন

ঘ) ইতালি

উত্তর:- ঘ) ইতালি

প্রশ্ন:  ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাসকট কী?

ক) Bing Dwen Dwen

খ) Miraitowa

গ) Soohorang

ঘ) Yodli

উত্তর:- খ) Miraitowa

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রশ্ন:  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে?

ক) ২০ জুন ২০২১

খ) ২৮ জুন ২০২১

গ) ২৫ জুন ২০২১

ঘ) ৩০ জুন ২০২১

উত্তর:- ঘ) ৩০ জুন ২০২১

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রশ্ন:  ১১ জুলাই ২০২১ কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতাে মহাকাশে ঘুরে আসেন?

ক) এলন মাস্ক

খ) বিল গেটস

গ) রিচার্ড ব্র্যানসন

ঘ) জেফ বেজোস

উত্তর:- গ) রিচার্ড ব্র্যানসন

প্রশ্ন:  ২৭ জুন ২০২১ বাংলাদেশে করােনার কোন টিকা জরুরি ব্যবহারের অনুমােদন দেয়া হয়?

ক) Covishield

খ) Sinovac

গ) Moderna

ঘ) Sputnik-V

উত্তর:- গ) Moderna

প্রশ্ন:  বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

ক) জাপান

খ) যুক্তরাষ্ট্র

গ) যুক্তরাজ্য

ঘ) চীন

উত্তর:- ঘ) চীন

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?

ক) তুরস্ক

খ) পাকিস্তান

গ) কলম্বিয়া

ঘ) উগান্ডা

উত্তর:- ক) তুরস্ক

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?

ক) ৩৫তম  

খ) ২০তম

গ) ১০ তম

ঘ) ৪৪তম

উত্তর:- ঘ) ৪৪তম

প্রশ্ন:  ১৬ জুন ২০২১ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৯৫তম সদস্যপদ লাভ করে?

ক) মাল্টা

খ) গায়ানা

গ) কেনিয়া

ঘ) ভিয়েতনাম

উত্তর:- গ) কেনিয়া

প্রশ্ন:  ২ জুলাই ২০২১ কোন দেশ এশীয় অবকাঠামাে বিনিয়োগ ব্যাংকের (AIIB) ৮৭তম সদস্যপদ লাভ করে?

ক) আর্জেন্টিনা

খ) কানাডা

গ) চিলি

ঘ) বেনিন

উত্তর:- গ) চিলি

প্রশ্ন:  প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে?

ক) ৩০ জুন ২০২১

খ) ২৫ জুন ২০২১

গ) ১ জুলাই ২০২১

ঘ) ৫ জুলাই ২০২১

উত্তর:- গ) ১ জুলাই ২০২১

প্রশ্ন: ৭ জুলাই ২০২১ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান?

ক) কঙ্গো প্রজাতন্ত্র

খ) ইথিওপিয়া

গ) হাইতি

ঘ) লিবিয়া

উত্তর:- গ) হাইতি

আরো পড়ুন:- সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি?

ক) চট্টগ্রাম

খ) ঢাকা

গ) বরিশাল

ঘ) খুলনা

উত্তর:- গ) বরিশাল

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?

ক) পিরােজপুর

খ) ঢাকা

গ) বরগুনা

ঘ) বরিশাল

উত্তর:- ক) পিরােজপুর

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত?

ক) ৭৩.৬ বছর

খ) ৭২.৮ বছর

গ) ৭১.২ বছর  

ঘ) ৭৪.৫ বছর

উত্তর:- খ) ৭২.৮ বছর

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত) কত?

ক) ১৬.৮২ কোটি

খ) ১৬.৫০ কোটি

গ) ১৬.৯১ কোটি

ঘ) ১৬.৯৯ কোটি

উত্তর:- গ) ১৬.৯১ কোটি

প্রশ্ন:  ‘আয়ােডিনযুক্ত লবণ বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে?

ক) ১৪ জুন ২০২১

খ) ২৯ জুন ২০২১

গ) ১৬ জুন ২০২১

ঘ) ৩ জুলাই ২০২১

উত্তর:- ক) ১৪ জুন ২০২১

প্রশ্ন:  ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠিত হচ্ছে?

ক) আলিয়া বিশ্ববিদ্যালয়

খ) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

গ) কলকাতা বিশ্ববিদ্যালয়  

ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর:- ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

প্রশ্ন: মােবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে National Equipment Identity Register (NEIR) কার্যক্রম চালু করা হয় কবে?

ক) ১ জুলাই ২০২১

খ) ৫ জুলাই ২০২১

গ) ১২ জুলাই ২০২১

ঘ) ১০ জুলাই ২০২১

উত্তর:- ক) ১ জুলাই ২০২১

প্রশ্ন:  বংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?

ক) মুহম্মদ নূরুল হুদা

খ) আসাদ চৌধুরী

গ) আনিসুল হক  

ঘ) কামাল চৌধুরী

উত্তর:- ক) মুহম্মদ নূরুল হুদা

প্রশ্ন:  বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?

ক) তৃতীয়

খ) প্রথম

গ) অষ্টম

ঘ) দশম

উত্তর:- গ) অষ্টম

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক) ১.২১ %

খ) ১.১৫ %

গ) ১.৩৩ %

ঘ) ১.৩৭ %

উত্তর:- ঘ) ১.৩৭ %

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?

ক) ১১২০ জন

খ) ১১৫০ জন

গ) ১১৪০ জন

ঘ) ১১৩০ জন

উত্তর:- গ) ১১৪০ জন

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হার কত?

ক) ৭২.৯%

খ) ৮২.০%

গ) ৭৫.২%

ঘ) ৭৭.৪%

উত্তর:- গ) ৭৫.২%

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি?

ক) জামালপুর

খ) কিশােরগঞ্জ

গ) বান্দরবান

ঘ) সুনামগঞ্জ

উত্তর:- খ) জামালপুর

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি?

ক) ময়মনসিংহ

খ) রংপুর

গ) সিলেট

ঘ) রাজশাহী  

উত্তর:- ক) ময়মনসিংহ

প্রশ্ন:  ২৪ জুন ২০২১ চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়?

ক) Apple Daily

খ) Hong Kong Post

গ) Oriental Daily News  

ঘ) Sunday Examiner

উত্তর:- ক) Apple Daily

প্রশ্ন:  এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?

ক) ৮৬ টি

খ) ৮৫ টি

গ) ৮৪ টি

ঘ) ৮৭ টি

উত্তর:- ঘ) ৮৭ টি

প্রশ্ন:  আন্তর্জাতিক হাইড্রোফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য দেশ কতটি?

ক) ৯০টি

খ) ৮৯টি

গ) ৮৮টি

ঘ) ৯৫টি

উত্তর:- ঘ) ৯৫টি

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক) সুইজারল্যান্ড

খ) জাপান

গ) চীন

ঘ) ভারত

উত্তর:- গ) চীন

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়?

ক) সিরিয়া

খ) আফগানিস্তান

গ) ভেনিজুয়েলা

ঘ) দক্ষিণ সুদান

উত্তর:- ক) সিরিয়া

প্রশ্ন:  বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?

ক) হংকং

খ) যুক্তরাষ্ট্র

গ) সিঙ্গাপুর

ঘ) চীন

উত্তর:- খ) যুক্তরাষ্ট্র

প্রশ্ন:  বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশে বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?

ক) নেদারল্যান্ডস

খ) জাপান

গ) যুক্তরাষ্ট্র

ঘ) চীন

উত্তর:- ক) নেদারল্যান্ডস

প্রশ্ন:  অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে?

ক) হাওয়ার্ড এইকিন

খ) জন ম্যাকাফি

গ) জন শেফার্ড ব্যারন

ঘ) পল এ্যালেন

উত্তর:- খ) জন ম্যাকাফি

প্রশ্ন:  মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?

ক) অ্যান্ডি জেসি

খ) ইলন মাস্ক

গ) ম্যাকেঞ্জি বেজোস

ঘ) জেফ বেজোস  

উত্তর:- ক) অ্যান্ডি জেসি

প্রশ্ন:  ৫ জুলাই ২০২১ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন এইচআইভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে?

ক) HIVTN

খ) HVTN 705

গ) HIVconsvX

ঘ) HIVconsvZ

উত্তর:-গ) HIVconsvX

প্রশ্ন: কোরিয়ান ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেন কে?

ক) কিম জং-আন

খ) মুন জে ইন

গ) লি ডং হিউন

ঘ) পার্ক গুন শাে

উত্তর:- গ) লি ডং হিউন

৪১. The Startup Wife উপন্যাসের লেখক কে?

ক) নেয়ামত ইমাম

খ) তাহমিমা আনাম

গ) মনিকা আলী

ঘ) জিয়া হায়দার রহমান

উত্তর:- ঘ) তাহমিমা আনাম

প্রশ্ন: ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

ক) লন্ডন  

খ) টোকিও

গ) প্যারিস

ঘ) নিউইয়র্ক

উত্তর:-খ) টোকিও

প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিত ৪৭তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) ব্রাজিল

খ) পেরু

গ) আর্জেন্টিনা

ঘ) কলম্বিয়া

উত্তর:- গ) আর্জেন্টিনা

প্রশ্ন:  আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গােলদাতা কে?

ক) পেলে (ব্রাজিল)

খ) আলী দাইয়ি (ইরান)

গ) রােনালদো (পর্তুগাল)

ঘ) মেসি (আর্জেন্টিনা)

উত্তর:- ঘ) গ

আরো পড়ুন:- কম্পিউটার এবং আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞান

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *