পদার্থবিজ্ঞানে গতি বলতে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে বোঝানো হয়ে থাকে। অবস্থান হল একটি বস্তুর স্থান এবং দিক।
গতির পরিমাণকে বেগ বলে। বেগ হল একটি বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। বেগের সূত্র হল:
v = d/t
এখানে
- v হল বেগ
- d হল অবস্থানের পরিবর্তন
- t হল সময়
উদাহরণস্বরূপ, একটি গাড়ি ২০ মিটার দূরত্ব অতিক্রম করে ১০ সেকেন্ডে। গাড়ির বেগ হবে:
v = ২০/১০ = 2 m/s
এই গাড়িটি প্রতি সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে।
আরো পড়ুন:- গতিশক্তি কাকে বলে