লিঙ্গ কাকে বলে
লিঙ্গ শব্দের অর্থ লক্ষণ বা চিহ্ন । তাই যেসব লক্ষণ বা চিহ্ন দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে পার্থক্য করা যায়, তাকে লিঙ্গ বলে।
লিঙ্গ কত প্রকার ও কী কী
লিঙ্গ চার প্রকার। যথা :-
- স্ত্রীলিঙ্গ (Feminine Gender)
- উভয়লিঙ্গ (Common Gender)
- ক্লীবলিঙ্গ (Neuter Gender)
পুংলিঙ্গ Masculine Gender
পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ (Masculine Gender) : যে শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝয় তাকে পুংলিঙ্গ (Masculine Gender) বলে। যেমন :
স্ত্রীলিঙ্গ Feminine Gender
স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ: যে শব্দ দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ (Feminine Gender) বলে।
উভয়লিঙ্গ Common Gender
- উভয়লিঙ্গবাচক শব্দ। যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায় তাকে উভয়লিঙ্গ (Common Gender) বলে। যেমন-
ক্লীবলিঙ্গ Neuter Gender
- ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ না বুঝিয়ে কোন অচেতন পদার্থকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ (Neuter Gender) বলে।
লিঙ্গ পরিবর্তন কাকে বলে
- পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। উদাহরণ-
পুরুষবাচক শব্দের শেষে –আ (া), —ঈ (ী), −নী, –আনি, –ইনি ইত্যাদি ত্রীপ্রত্যয় জুড়ে পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। যেমন-
ছাত্র > ছাত্রী | জেলে > জেলেনি |
চাকর > চাকরানি | প্রথম > প্রথমা |
- কখনো কখনো ভিন্ন শব্দযোগেও পুংলিঙ্গ শব্দ ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন-
পুরুষ> নারী | স্বামী > স্ত্রী |
ভাই > বোন | ছেলে > মেয়ে |
- কতকগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি শব্দ প্রয়োগ করে লিঙ্গান্তর করতে হয়।
কবি > মহিলা কবি | ডাক্তার > মহিলা ডাক্তার, |
সৈন্য > নারী সৈন্য | পুলিশ > মহিলা পুলিশ |
নিত্য পুরুষবাচক শব্দ
কবিরাজ | ঢাকী |
যোদ্ধা | রাষ্ট্রপতি |
কৃতদার | পুরোহিত |
জামাতা | মওলানা |
বিচারপতি | কেরানী |
পীর | জ্বীন |
সেনাপতি | দলপতি |
প্রধানমন্ত্রী | দরবেশ |
নিত্য স্ত্রীবাচক শব্দ
সতীন | সত্মা |
বিধবা | অর্ধাঙ্গিনী |
সধবা | এয়ো |
দাই | সধবা |
ডাইনি | কুলটা |
অসূর্যস্পর্শা | শাকচুন্নি |
পেত্নী | বাইজী |
পরী | কলঙ্কিনী |
উভয়লিঙ্গ হিসেবে ব্যবহার করা যায় এমন কিছু শব্দ:- কবি, সভাপতি, চেয়ারম্যান ইত্যাদি।
আরো পড়ুন:- Gender কাকে বলে
Share this