ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।
কাল তুমি শহরে গিয়েছিলে। ‘যাওয়া’ ক্রিয়াটি পূর্বে অর্থাৎ অতীতে সম্পন্ন হয়েছে। | আগামীকাল স্কুল বন্ধ থাকবে। ‘বন্ধ থাকা’ কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে। |
আমরা বই পড়ি। ‘পড়া’ ক্রিয়াটি এখন অর্থাৎ বর্তমানে সংঘটিত হচ্ছে। |
সুতরাং, ক্রিয়া, বর্তমান, অতীত বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশই ক্রিয়ার কাল।
ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার
বর্তমান কাল | সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান |
অতীত কাল | সাধারণ অতীত নিত্যবৃত্ত অতীত ঘটমান অতীত পুরাঘটিত অতীত |
ভবিষ্যৎ কাল | সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ |
বর্তমান কাল
সাধারণ বর্তমান কাল : যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন—
আমি বাড়ি যাই। | সে ভাত খায়। |
নিত্যবৃত্ত বর্তমান কাল : স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যথা-
সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা ) | আমি রোজ সকালে বেড়াতে যাই। (অভ্যস্ততা) |
ঘটমান বর্তমান কাল
যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।
নীরা গান গাইছে। | হাসান বই পড়ছে। |
পুরাঘটিত বর্তমান কাল
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়।
এতক্ষণ আমি অঙ্ক করেছি। | এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। |
অতীত কাল
সাধারণ অতীত
বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল। যেমন-
শিকারি পাখিটিকে গুলি করল। | প্রদীপ নিভে গেল। |
নিত্যবৃত্ত অতীত
অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে । যেমন-
আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম। |
ঘটমান অতীত কাল
অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি—ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়। যেমন-
আমরা তখন বই পড়ছিলাম। | বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন। |
পুরাঘটিত অতীত কাল
যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। যেমন-
কাজটি কি তুমি করেছিলে ? | সেবার তাকে সুস্থই দেখেছিলাম। |
ভবিষ্যৎ কাল
যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। যথা-
আমরা মাঠে খেলতে যাব। | শীঘ্রই বৃষ্টি আসবে। |
পুরাঘটিত ভবিষ্যৎ ক্রিয়ার রূপ
যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝাতে পুরাঘটিত ভবিষ্যৎ কাল হয়।
আরো পড়ুন:- Tense কাকে বলে কত প্রকার কি কি