গীতগোবিন্দ' কোন ভাষায় রচিত

গোবিন্দদাস

গোবিন্দদাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়।কবি বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ চৈতন্যোত্তরকালে খ্যাতি অর্জনকারী কবিদের একজন গোবিন্দদাস।

তার আসল পদবি ‘সেন’। তাঁর কবিতায় মুগ্ধ হয়ে শ্রীনিবাস আচার্য গোবিন্দদাসকে কবিরাজ’ উপাধি প্রদান করেন।

আরো পড়ুন:- জ্ঞানদাস

বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:১ নিচের কোনটি গোবিন্দ দাস রচিত একটি সংস্কৃত নাটক? (পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পরীক্ষা- ১৬)

(ক) গীতগোবিন্দ

(খ) সংগীতমাধব

(গ) মদনামঙ্গল

(ঘ) বিদ্যাসুন্দরী

উত্তর:- (খ) সংগীতমাধব

প্রশ্ন:-২ ‘গীতগোবিন্দ’ কোন ভাষায় রচিত? (পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার: ০৬ , কারা তত্ত্বাবধায়ক নিয়োগ পরীক্ষা: ০৬)

(ক) ব্রজবুলি

(খ) প্রাচীন বাংলা

(গ) সংস্কৃত

(ঘ) অবহটঠ

উত্তর:- (ক) ব্রজবুলি

প্রশ্ন:-৩ গীতগোবিন্দ’ কার রচনা? (সোনালী ব্যাংকের অফিসার- ১৯)

(ক) বিদ্যাপতি

(খ) জ্ঞানদাস

(গ) গোবিন্দ দাস

(ঘ) বলরাম দাস

উত্তর:-  (গ) গোবিন্দ দাস

প্রশ্ন:-৪ গোবিন্দদাসের উপাধি ছিল? (সমাজসেবা অধিদপ্তরের সমাজ সংগঠক-০৫)

(ক) কবিরাজ

(খ) কবিকঙ্কণ

(গ) অনন্ত

(ঘ) বড়ু

উত্তর:- (ক) কবিরাজ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *