আমার সন্তান যেন থাকে দুধে ভাতে

ভারতচন্দ্র রায়গুণাকর

ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ খ্রিষ্টাব্দে হাওড়া জেলার ভুরশুট পরগণার পেঁড়ো  গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ কবি ।

  • ভারতচন্দ্র রায়গুণাকরের কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘রায়গুণাকর উপাধি দেন।

ভারতচন্দ্র রায়গুণাকার এর সাহিত্যকর্মসমূহ

অন্নদামঙ্গল কাব্যসত্য পীরের পাঁচালী’
চণ্ডীনাটকনাগাষ্টক

ভারতচন্দ্র রায়গুণাকার এর বিখ্যাত উক্তি

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
না রবে প্রাসাদগুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনী মিশাল ।।
বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ।
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

আরো পড়ুন:-শেখ ফয়জুল্লাহ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ভুরশুট পরগনার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন- (পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৪)

(ক) মুকুন্দরাম চক্রবর্তী

(খ) ময়ূর ভট্ট

(গ) ভারতচন্দ্র রায়গুণাকর

(ঘ) কানাহরি দত্ত

উত্তর:- (গ) ভারতচন্দ্র রায়গুণাকর

প্রশ্ন:-২।  কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? (গ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক:১৪/

(ক) কবিকণ্ঠহার

(খ) রায়গুণাকর

(গ) কবিকঙ্কন

(ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর

উত্তর:- (খ) রায়গুণাকর

প্রশ্ন:- ৩। ‘রায়গুণাকর’ কার উপাধি?

(ক) মালাধর বসু

(খ) ভারতচন্দ্র রায়গুণাকর

(গ) কবিরঞ্জন

(ঘ) রামরাম বসু

উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর

প্রশ্ন:-৪।  মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী? (২৮তম বিসিএস)

(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(খ) ভারতচন্দ্র রায়গুণাকর

(গ) রামরাম বসু

(ঘ) শাহ মুহম্মদ সগীর

উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর

প্রশ্ন:-৫। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? (৬ষ্ঠ বিজেএস, প্রাথমিক পরীক্ষা: ১১)

(ক) মুকুন্দরাম চক্রবর্তী

(খ) ভারতচন্দ্র রায়গুণাকর

(গ) রামরাম বসু

(ঘ) চণ্ডীদাস

উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর

প্রশ্ন:- ৬।  ‘অন্নদামঙ্গল’ কাব্য কে রচনা করেন? (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৬)

(ক) কানাহরি দত্ত

(খ) ভারতচন্দ্র রায়গুণাকর

(গ)ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) বিজয় গুপ্ত

উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর

 প্রশ্ন:- ৭।  ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়- (১৭তম বিসিএস )

(ক) ভারতচন্দ্র রায়

(খ) মুকুন্দরাম চক্রবর্তী

(গ) মদনমোহন তর্কালঙ্কার

(ঘ) কামিনী রায়

উত্তর:- (ক) ভারতচন্দ্র রায়

প্রশ্ন:-৮।  ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ এ প্রার্থনাটি করেছে- (২৩তম বিসিএস]

(ক) ভাঁড়দত্ত

(খ) চাঁদ সদাগর

(গ) ঈশ্বরী পাটনী

ঘ নলকুবের

উত্তর:- (গ) ঈশ্বরী পাটনী

 প্রশ্ন:-৯।   ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? (পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১১ )

(ক্) অন্নদামঙ্গল

(খ) পদ্মাবতী

(গ) অশ্রুমালা

 (ঘ) লায়লী-মজনু

উত্তর:- (ক্) অন্নদামঙ্গল

প্রশ্ন:-৯।   ‘বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ’- চরণ দুটি কার রচনা? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ: ০৪]

(ক) আলাওল

(খ) ভারতচন্দ্র রায়গুণাকর

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) শেখ ফজলল করিম

উত্তর:- (ঘ) শেখ ফজলল করিম

প্রশ্ন:-১০।  মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন- (৩৬তম বিসিএস)

(ক) ১৭৫৬

(খ) ১৭৫২

(গ) ১৭৬০

(ঘ) ১৭৬২

উত্তর:- (গ) ১৭৬০

প্রশ্ন:-১১। মধ্যযুগের শেষ কবি কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯]

(ক) চণ্ডীদাস

(খ) ভারতচন্দ্র

(গ) বিজয় গুপ্ত

(ঘ) কানাহরি দত্ত

উত্তর:- (খ) ভারতচন্দ্র

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *