লালন শাহ্ ১৭৭২ সালে ঝিনাইদহের জন্মগ্রহণ করেন। তিনি বাউল সাধক ও বাউল কবি হিসেবে খ্যাতি লাভ করেন। ‘UNESCO’ বাউল গানকে ২৫ নভেম্বর, ২০০৫ সালে A Masterpiece of the Oral and Intangible Heritage Humanity’ বলে স্বীকৃতি দিয়েছে। রবীন্দ্রনাথ লালনের ২৯৮ টি গান সংগ্রহ করেন।
লালন শাহের বিখ্যাত বাউল গান
মিলন হবে কত দিনে… |
আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা… |
সব লোকে কয় লালন কি জাত সংসারে… |
আমি অপার হয়ে বসে আছি… |
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়… |
সময় গেলে সাধন হবে না… |
কেউ মালা কেউ তসবি গলায়… |
আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। “কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায় এই পঙ্ক্তি নিচের একজনের- (১৭তম বিসিএস)
(ক) সিরাজ সাঁই
(খ) লালন শাহ
(গ) হাসন রাজা
(ঘ) ফকির আলমগীর
উত্তর:- (খ) লালন শাহ
প্রশ্ন:-২। আমার ঘরের চাবি পরের হাতে ঘানটির রচয়িতা কে। (৩৮ তম বিসিএস)
(ক) নির্মলেন্দু গুণ
(খ) প্রমথ চৌধুরী
(গ) হাসন রাজা
(ঘ) লালন শাহ
উত্তর:- (ঘ) লালন শাহ
প্রশ্ন:-৩। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙ্ক্তিটি কার রচনা? (শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক: ০৯]
(ক) লালন ফকির
(খ) পাগলা কানাই
(গ) হাসন রাজা
(ঘ) ফকির আলমগীর
উত্তর:- (ক) লালন ফকির
প্রশ্ন:-৪। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে কে? (আনসার ভিডিপি সার্কেল এ্যাডজুটেন্ট: ১০)
(ক) লালন ফকির
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মাধব বিবি
(ঘ) ফরিদা পারভীন
উত্তর:- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন:-৫। বাউল গানের বিশেষত্ব কী? (জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী পরিচালক: ০৬]
(ক) মরমীবাদ
(খ) মারেফাত
(গ) আধ্যাত্ম্য বিষয়ক
(ঘ) প্রেম বিষয়ক
উত্তর:- (গ) আধ্যাত্ম্য বিষয়ক
প্রশ্ন:-৬। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙ্ক্তিটি
(ক) হাসন রাজার গান
(খ) রবীন্দ্র সঙ্গীত
(গ) ভজন
(ঘ) লালন গীতি
উত্তর:- (ঘ) লালন গীতি
প্রশ্ন:-৭। “আপনার ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা” চরণ
দুটির রচয়িতা কে? উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৪
(ক) নির্মলেন্দু গুণ
(খ) প্রমথ চৌধুরী
(গ) হাসন রাজা
(ঘ) লালন শাহ
উত্তর:- (ঘ) লালন শাহ