বিহারীলাল চক্রবর্তী ২৫ মে, ১৮৩৫ খ্রিষ্টাব্দে কলকাতার জোড়াবাগান অঞ্চলের নিমতলায় জন্মগ্রহণ করেন । তিনি বাংলা সাহিত্যে আধুনিক গীতিকবিতার স্রষ্টা।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ভোরের পাখি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
বিহারীলাল চক্রবর্তী এর কাব্যগ্রন্থ
বঙ্গসুন্দরী | নিসর্গ সঙ্গীত |
ধূমকেতু | সাধের আসন |
বন্ধু বিয়োগ | প্রেম প্রবাহিণী |
সারদামঙ্গল | মায়াদেবী, স্বপ্নদর্শন |
আরো পড়ুন:- মুনীর চৌধুরী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ বলেছেন কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর:- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন:-২। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১তম বিসিএস]
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর:- (খ) বিহারীলাল চক্রবর্তী
প্রশ্ন:-৩। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা- (১২তম বিসিএস]
(ক) নাটক
(খ) ছোটগল্প
(গ) প্রবন্ধ
(ঘ) গীতিকবিতা
উত্তর:- (ঘ) গীতিকবিতা
প্রশ্ন:-৪। আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) গোবিন্দচন্দ্র দাস
(গ) সুরেন্দ্রনাথ মজুমদার
(ঘ) মোজাম্মেল হক
উত্তর:- (ক) বিহারীলাল চক্রবর্তী