মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম গাজী মিয়া।
- তার আত্মজীবনীমূলক উপন্যাস- ‘উদাসীন পথিকের মনের কথা।
মীর মশাররফ হোসেনের উপন্যাস
বিষাদসিন্ধু | রত্নবতী |
উদাসীন পথিকের মনের কথা |
নাটক
বসন্তকুমারী | বেহুলা গীতাভিনয় |
জমীদার দর্পণ | নিয়তি কি অবনতি |
টালা অভিনয় |
আত্মজীবনীসমূহ
গাজী মিয়ার বস্তানী | আমার জীবনী |
কুলসুম জীবনী |
প্রহসনসমূহ
এর উপায় কি | ভাই ভাই এইতো চাই |
ফাঁস কাগজ | বাঁধা খাতা |
প্রবন্ধ
গো-জীবন | এসলামের জয় |
আরো পড়ুন:- দীনবন্ধু মিত্র