দ্বিজেন্দ্রলাল রায় (ডি.এল রায়) নদীয়ার কৃষ্ণনগরে ১৯ জুলাই, ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রধানত নাট্যকার।
- তিনি বাংলা সমবেত কণ্ঠসংগীতের প্রবর্তক।
- দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্যের নাম- আর্যগাথা’১৮৮২ তিনি ছাত্র থাকা কালিন এটি প্রকাশিত হয়।
- দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক- সাজাহান। নাটকটি মোঘল সম্রাট সাজাহানের জীবন কাহিনী অবলম্বনে রচিত।
- তিনি বাংলা সাহিত্যের প্যারোডি রচনার পথিকৃৎ ।
দ্বিজেন্দ্রলাল রায় এর কাব্যগ্রন্থ
আর্যগাথা | মন্দ্ৰ |
আলেখ্য | ত্রিবেণী |
আষাঢ়ে | হাসির গান |
দ্বিজেন্দ্রলাল রায় এর ঐতিহাসিক নাটক
সাজাহান | প্রতাপসিংহ |
চন্দ্ৰগুপ্ত | দুর্গাদাস |
নূরজাহান | মেবারপতন |
তারাবাঈ | সিংহল বিজয় |
রোমান্টিক ও পৌরাণিক নাটক
সীতা, ভীষ্ম | সোহরাব-রুস্তম |
কাব্যনাট্য- পাষাণী
সামাজিক নাটক
বঙ্গনারী | পরপারে |
আরো পড়ুন:- নির্মলেন্দু গুণ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে? [২৬তম বিসিএস]
(ক) দ্বিজেন্দ্রলাল রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ইব্রাহীম খাঁ
(ঘ) শাহাদৎ হোসেন
উত্তর:- (ক) দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্ন:-২। কোনটি নাটক? [২১তম বিসিএস)
(ক) কর্তার ইচ্ছায় কর্ম
(খ) পল্লীসমাজ
(গ) গড্ডলিকা
(ঘ) সাজাহান
উত্তর:- (ঘ) সাজাহান
প্রশ্ন:-৩। দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত- [পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১)
(ক) কবি
(খ) গীতিকার
(গ) নাট্যকার
(ঘ) ঔপন্যাসিক
উত্তর:- (গ) নাট্যকার
প্রশ্ন:-৪। ‘তারাবাঈ’ নাটকটির লেখক কে? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক)
(ক) ইসমাইল হোসেন সিরাজী
(খ) মীর মশাররফ হোসেন
(গ) আবদুল্লাহ আল মামুন
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর:- (ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্ন:-৫। ‘তাপসী’ নাটকটি কে রচনা করেছেন? (প্রাথমিক বিদ্যালয় প্রধান
শিক্ষক (ডালিয়া): ১২)
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) অগ্রদূত বাংলা
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (খ) দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্ন:-৬। কোন চরণটি সঠিক? [৩৩তম বিসিএস]
(ক) ধনধান্য পুষ্প ভরা
(খ) ধন্য ধান্যে পুষ্পে ভরা
(গ) ধন্যে ধান্যে পুষ্পে ভরা
(ঘ) ধন্যে ধান্য পুষ্পে ভরা
উত্তর:- (ক) ধনধান্য পুষ্প ভরা
প্রশ্ন:-৭। ‘বঙ্গ আমার, জননী আমার, আমার দেশ’- গানটির রচয়িতা কে? (পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০)
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অতুল প্রসাদ সেন
উত্তর:- (খ) দ্বিজেন্দ্রলাল রায়