কাজী ইমদাদুল হক ৪ নভেম্বর, ১৮৮২ খ্রিষ্টাব্দে খুলনার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি লেখক ও শিক্ষাবিদ।
শিক্ষা বিভাগের দায়িত্ব পালন কালে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় সরকার তাকে ১৯১৯ সালে ‘খান সাহেব এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন।
- তিনি ‘শিক্ষক পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি’র স্থপতি ছিলেন।
- মুসলিম সমাজের কাহিনী অবলম্বনে কাজী ইমদাদুল হক রচিত বিখ্যাত উপন্যাস- আবদুল্লাহ।
কাজী ইমদাদুল হক এর উপন্যাস
আবদুল্লাহ | ১৯৩৩ |
কাব্য
আঁখিজল | লতিকা |
প্রবন্ধ
মোসলেম জগতে বিজ্ঞান চর্চা | ভূগোল |
শিক্ষা প্ৰণালী | প্রবন্ধমালা |
শিশুতোষ গ্রন্থ
নবীকাহিনী | কামারের কাণ্ড |
আরো পড়ুন:- নজিবর রহমান সাহিত্যরত্ন
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী? (১৮তম বিসিএস)
(ক) মুসলিম জমিদার শ্রেণির জীবনকাহিনী
(খ) কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
(গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
(ঘ) চাষী জীবনের করুণ চিত্র
উত্তর:- (গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
প্রশ্ন:-২। কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ’ উপন্যাসের মূল উপজীব্য কী? (সহকারি পরিচালক পরীক্ষা: ০৩)
(ক) আব্দুল্লাহ নামক এক যুবকের জীবনকাহিনী।
(খ) কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজব্যবস্থার চিত্রাঙ্কন।
(গ) পীরদের ক্ষতিকর দিকের রূপায়ণ।
(ঘ) সুদপ্রথার বিরুদ্ধে যুবশ্রেণির সোচ্চার আন্দোলন।
উত্তর:- (খ) কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজব্যবস্থার চিত্রাঙ্কন।
প্রশ্ন:-৩ আবদুল্লাহ উপন্যাসের লেখকের নাম- (প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পরীক্ষা: ২০১৩)
(ক) কাজী ইমদাদুল হক
(খ) মোশাররফ হোসেন
(গ) মোজাম্মেল হক
(ঘ) ইসমাইল হোসেন সিরাজী
উত্তর:- (ক) কাজী ইমদাদুল হক