১৮৮২ খ্রিষ্টাব্দে কলকাতার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ও উনিশ শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয়কুমার দত্ত ।
ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। এজন্য তিনি ‘ছন্দের রাজা’ ও ও ‘ছন্দের জাদুকর বলা হয়ে থাকে।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ছন্দের জাদুকর’ উপাধিতে ভূষিত করেন।
- আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি এবং ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য তিনি বাংলায় অনুবাদ করেন।
সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য গ্রন্থ
সবিতা | সন্ধিক্ষণ |
হোমশিখা | ফুলের ফসল’ |
কাব্য সঞ্চয়ন | তীর্থ রেণু |
তুলির লিখন | অভ্র-আবীর |
কুহু ও কেকা’ | হসন্তিকা |
বিদায় আরতি | বেলা শেষের গান |
মণি-মঞ্জুষা | তীৰ্থ সলিল |
তীৰ্থ সলিল | বেণু ও বীণা |
উপন্যাস- ‘জনম দুঃখী
নাটক- রঙ্গমল্লী
প্রবন্ধ
চীনের ধূপ | ছন্দ-সরস্বতী |
সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত উক্তি
কালো আর ধলো বাহিরে, ভিতরে সবারি সমান রাঙা। |
মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি,আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। |
জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি দুটি যদি জোটে ফুল কিনে নেও হে অনুরাগী । |
আরো পড়ুন:- সুধীন্দ্রনাথ দত্ত
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘ছন্দের জাদুকর কে? [বিসিক এর প্রমোশন অফিসার: ২১, এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ১৯ )
(ক) জসীমউদ্দীন
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সুকান্ত ভট্টাচার্য
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর:- (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
প্রশ্ন:-২। বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন- (সহকারি পরিচালক পরীক্ষা: ০৩)
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত
(খ) আবদুল কাদির
(গ) কাজী নজরুল
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (ক) সত্যেন্দ্রনাথ দত্ত