আবুল মনসুর আহমদ এর উপন্যাস

আবুল মনসুর আহমদ

আবুল মনসুর আহমদ ৩ সেপ্টেম্বর, ১৮৯৮ সালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সাহিত্যিক ও সফল সাংবাদিক।

  • তিনি ‘দৈনিক কৃষক ও ‘দৈনিক ইত্তেহাদ’ পত্রিকার সম্পাদক ছিলেন ।
  • খেলাফত ও অসহযোগ আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।
  • তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।

আবুল মনসুর আহমদে এর উপন্যাসসমূহ

আবে হায়াত১৯৬৮
সত্যমিথ্যা১৯৫৩
জীবনক্ষুধা১৯৫৫

আবুল মনসুর আহমদে এর গল্পগ্রন্থসমূহ

আয়না১৯৩৫
আসমানী পর্দা১৯৬৪
ফুড কনফারেন্স১৯৪৪

অন্যান্য গ্রন্থসমূহ

আত্মজীবনী :আত্মকথা (১৯৭৮)
শিশু সাহিত্য :গালিভারের সফরনামা’ (১৯৫৯), মুসলমানী কথা’ (১৯২৪)
রাজনীতি বিষয়ক গ্রন্থ :আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯), শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু (১৯৭২)।
প্রবন্ধ :পাক-বাংলার কালচার (১৯৬৬), বেশি দামে কেনা, কম দামে বেচা আমাদের স্বাধীনতা’ (১৯৮২)।

আরো পড়ুন:- নজিবর রহমান সাহিত্যরত্ন

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা? (৪৩তম বিসিএস)

(ক) এস, ওয়াজেদ আলী

(খ) আবুল মনসুর আহমদ

(গ) আবুল হাসেম

(ঘ) আবুল হুসেন

উত্তর:- (খ) আবুল মনসুর আহমদ

প্রশ্ন:-২। ‘সত্যমিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে? (তথ্য মন্ত্রণালয়ের অধীন টেলিভিশন প্রকৌশলী: ০৩)

(ক) আলাউদ্দিন আল আজাদ

(খ) আবু রুশদ

(গ) আবুল মনসুর আহমদ

(ঘ) আবুল ফজল

উত্তর:- (গ) আবুল মনসুর আহমদ

প্রশ্ন:-৩। রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন- (প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:১২)

(ক) আল মাহমুদ

(খ) আবুল মনসুর আহমদ

(গ) আবদুল করিম

(ঘ) আবদুল কাদির

উত্তর:-(খ) আবুল মনসুর আহমদ

প্রশ্ন:-৪  ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা- /১১ তম প্রভাষক নিবন্ধন: ১৪)

(ক) মীর মশাররফ হোসেন

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(ঘ) আবুল মনসুর আহমদ

উত্তর:- (ঘ) আবুল মনসুর আহমদ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *