মুহম্মদ এনামুল হক ২০ সেপ্টেম্বর, ১৯০২ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গবেষক, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- মুহম্মদ এনামুল হক ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৯ সালে একুশে পদক পান।
মুহম্মদ এনামুল হক এর সাহিত্যকর্মসমূহ
প্রবন্ধ: | ব্যাকরণ মঞ্জরী, মুসলিম বাঙালা সাহিত্য’ মনীষা মঞ্জুষা, বাংলাদেশের ব্যবহারিক অভিধান। |
ভ্রমণকাহিনী: | বুলগেরিয়া ভ্রমণ |
কবিতা সংকলন: | ঝর্ণাধারা |
গীতি সংকলন: | ‘আবাহন |
আরো পড়ুন:- রাজা রামমোহন রায়
প্রশ্ন-১। কোনটি এনামুল হকের রচনা? (২৫তম বিসিএস )
(ক) ভাষার ইতিবৃত্ত
(খ) আধুনিক ভাষাতত্ত্ব
(গ) মনীষামঞ্জুষা
(ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
উত্তর:- (গ) মনীষামঞ্জুষা