বুদ্ধদেব বসু ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস- মুন্সীগঞ্জের মালখানগর । তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক। তাঁকে ‘নাগরিক কবি’ বলা হয়ে থাকে।
- বুদ্ধদেব বসু ‘স্বাগত বিদায়’ গ্রন্থের জন্য ১৯৭৪ সালেরবীন্দ্র পুরস্কার পান।
- তিনি ১৯৭০ সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন।
বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থসমূহ
‘কঙ্কাবতী’ (১৯৩৭) | দময়ন্তী (১৯৪৩) |
একদিন : চিরদিন’ (১৯৭১) | ‘মরচেপড়া পেরেকের গান’ (১৯৬৬), |
‘মর্মবাণী’ (১৯২৫), | স্বাগত বিদায়’ (১৯৭১)। |
‘বন্দীর বন্দনা’ (১৯৩০) |
বুদ্ধদেব বসুর উপন্যাস
একদা তুমি প্রিয়ে’ (১৯৩৩) | সানন্দা’ (১৯৩৩) |
লালমেঘ’ (১৯৩৪) | পরিক্রমা’ (১৯৩৮) |
তিথিডোর’ (১৯৪৯) | সাড়া’ (১৯৩০) |
কালো হাওয়া’ (১৯৪২) | নির্জন স্বাক্ষর’ (১৯৫১) |
মৌলিনাথ’ (১৯৫২) | নীলাঞ্জনের খাতা’ (১৯৬০) |
পাতাল থেকে আলাপ’ (১৯৬৭) | রাত ভরে বৃষ্টি’ (১৯৬৭) |
গোলাপ কেন কালো’ (১৯৬৮) | বিপন্ন বিস্ময়’ (১৯৬৯) |
বুদ্ধদেব বসুর নাটক
‘তপস্বী ও তরঙ্গিণী (১৯৬৬) | কলকাতার ইলেক্ট্রা ও সত্যসন্ধ’ (১৯৬৮) |
‘মায়া-মালঞ্চ’ (১৯৪৪) |
বুদ্ধদেব বসুর গল্পগ্রন্থ
‘অভিনয়, অভিনয় নয়’ (১৯৩০) | ‘হৃদয়ের জাগরণ (১৯৬১) |
‘রেখাচিত্র’ (১৯৩১) | ‘ভালো আমার ভেলা’ (১৯৬৩) |
‘হাওয়া বদল’ (১৯৪৩) | ‘প্রেমপত্র’ (১৯৭২) |
বুদ্ধদেব বসুর প্রবন্ধগ্রন্থ
‘হঠাৎ আলোর ঝলকানি’ (১৯৩৫) | ‘কালের পুতুল’ (১৯৪৬) |
সাহিত্যচর্চা’ (১৯৫৪) | ‘স্বদেশ ও সংস্কৃতি’ (১৯৫৭) |
বুদ্ধদেব বসুর স্মৃতিকথা
‘আমার ছেলেবেলা’ (১৯৭৩) | ‘আমার যৌবন’ (১৯৭৬)। |
বুদ্ধদেব বসুর ভ্রমণ কাহিনী
‘’দেশান্তর’ (১৯৬৬)। | সব পেয়েছির দেশে’ (১৯৪১) |
আরো পড়ুন:- মুহম্মদ এনামুল হক
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘তিথিডোর’ গ্রন্থের রচয়িতা- (প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১২)
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) বিষ্ণু দে
(গ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
(ঘ) বুদ্ধদেব বসু
উত্তর:- (ঘ) বুদ্ধদেব বসু
প্রশ্ন:-২। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? (সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭)
(ক) ত্রিশ দশকের
(খ) ষাট দশকের
(গ) পঞ্চাশ দশকের
(ঘ) চল্লিশ দশকের
উত্তর:- (ক) ত্রিশ দশকের
প্রশ্ন:-৩। ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা? ( থানা শিক্ষা অফিসার: ০৫)
(ক) কাব্য
(খ) গল্পগ্রন্থ
(গ) উপন্যাস
(ঘ) প্রবন্ধগ্রন্থ
উত্তর:- (ঘ) প্রবন্ধগ্রন্থ
প্রশ্ন:-৪। ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকটি কার রচনা?
(ক) বুদ্ধদেব বসু
(খ) নজরুল ইসলাম
(গ) শওকত ওসমান
(ঘ) বাসন্তিকা
উত্তর:- (ক) বুদ্ধদেব বসু