উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে

রশীদ করীম

প্রখ্যাত ঔপন্যাসিক রশীদ করীম ১৪ আগস্ট, ১৯২৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকায় চলে আসেন । তার প্রথম উপন্যাস উত্তম পুরুষ।

  • ১৯৪২ সালে তাঁর রচিত প্রথম গল্প ‘আয়েশা’ ‘সওগাত’ পত্রিকায়  প্রকাশিত হয়।
  • তিনি ২৬ নভেম্বর ২০১১ (৮৬ বছর) সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

পুরস্কার

তিনি আদমজী পুরস্কার (১৯৬১)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭২)
একুশে পদক (১৯৮৪)লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১)

রশীদ করীম এর উপন্যাসসমূহ

উত্তম পুরুষ (১৯৬১)প্রসন্ন পাষাণ (১৯৬৩)
আমার যত গ্লানি (১৯৭৩)প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮)
সাধারণ লোকের কাহিনী (১৯৮১)একালের রূপকথা (১৯৮১)
শ্যামা (১৯৮৪)বড়ই নিঃসঙ্গ (১৯৮৫)
মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯)চিনি না (১৯৯০)
পদতলে রক্ত (১৯৯০)লাঞ্চ বক্স (১৯৯৩)

রশীদ করীম এর প্রবন্ধগ্রন্থ

আর এক দৃষ্টিকোণ (১৯৮৯)অতীত হয় নূতন পুনরায় (১৯৯২)
মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২)

অন্যান্য রচনা

ছোটগল্প :প্রথম প্রেম (১৯৮৪)
আত্মজীবনী :জীবন মরণ (১৯৯৯)

আরো পড়ুন:- স্বর্ণকুমারী দেবী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? (২৫তম বিসিএস / প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫)

(ক) শওকত ওসমান

(খ)  শহীদুল্লা কায়সার

(গ) জহির রায়হান

(ঘ) রশীদ করীম

উত্তর:- (ঘ) রশীদ করীম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *