প্রখ্যাত ঔপন্যাসিক রশীদ করীম ১৪ আগস্ট, ১৯২৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকায় চলে আসেন । তার প্রথম উপন্যাস উত্তম পুরুষ।
- ১৯৪২ সালে তাঁর রচিত প্রথম গল্প ‘আয়েশা’ ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয়।
- তিনি ২৬ নভেম্বর ২০১১ (৮৬ বছর) সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
পুরস্কার
তিনি আদমজী পুরস্কার (১৯৬১) | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭২) |
একুশে পদক (১৯৮৪) | লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১) |
রশীদ করীম এর উপন্যাসসমূহ
উত্তম পুরুষ (১৯৬১) | প্রসন্ন পাষাণ (১৯৬৩) |
আমার যত গ্লানি (১৯৭৩) | প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮) |
সাধারণ লোকের কাহিনী (১৯৮১) | একালের রূপকথা (১৯৮১) |
শ্যামা (১৯৮৪) | বড়ই নিঃসঙ্গ (১৯৮৫) |
মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯) | চিনি না (১৯৯০) |
পদতলে রক্ত (১৯৯০) | লাঞ্চ বক্স (১৯৯৩) |
রশীদ করীম এর প্রবন্ধগ্রন্থ
আর এক দৃষ্টিকোণ (১৯৮৯) | অতীত হয় নূতন পুনরায় (১৯৯২) |
মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২) |
অন্যান্য রচনা
ছোটগল্প : | প্রথম প্রেম (১৯৮৪) |
আত্মজীবনী : | জীবন মরণ (১৯৯৯) |
আরো পড়ুন:- স্বর্ণকুমারী দেবী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? (২৫তম বিসিএস / প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫)
(ক) শওকত ওসমান
(খ) শহীদুল্লা কায়সার
(গ) জহির রায়হান
(ঘ) রশীদ করীম
উত্তর:- (ঘ) রশীদ করীম