আবু ইসহাক এর কাব্যগ্রন্থ

আবু ইসহাক

প্রখ্যাত ঔপন্যাসিক আবু ইসহাক ১ নভেম্বর, ১৯২৬ সালে  শরিয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচনার মূল বিষয় ছিল দূর্ভিক্ষ, বিশ্বযুদ্ধ ও  নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনচিত্র।

  • ১৯৪০ সালে মাত্র ১৪ বছর বয়সে তার  ‘রসের জলসায়’ গল্পটি ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়।
  • তিনি বাংলা একাডেমির ‘সমকালিন বাংলা ভাষার অভিধান’ সম্পাদনা করেন।
  • তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৭ সালে একুশে পদক পান।
  • তিনি ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি, ঢাকায় মৃত্যুবরণ করেন।

আবু ইসহাক এর উপন্যাস

‘সূর্য দীঘল বাড়ী’ (১৯৫৫)‘পদ্মার পলিদ্বীপ’ (১৯৮৬)
‘জাল’ (১৯৮৮)

গল্পগ্রন্থ

‘মহাপতঙ্গ’ (১৯৬৩)‘হারেম’ (১৯৬২)
‘অভিশাপ’ (১৯৪০):‘জোঁক’

নাটক: ‘জয়ধ্বনি’

স্মৃতিচারণমূলক গ্রন্থ: ‘স্মৃতিবিচিত্রা’

আরো পড়ুন:- শামসুদ্দীন আবুল কালাম

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘পদ্মার পলিদ্বীপ’ কার রচনা? (সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯)

(ক) আবু ইসহাক

(খ) জহির রায়হান

(গ) মাহবুবুল আলম

(ঘ) জাহানারা ইমাম

উত্তর:- (ক) আবু ইসহাক

প্রশ্ন:-২। ‘সূর্য দীঘল বাড়ি কোন প্রকারের গ্রন্থ? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট: ১৯, সোনালী ব্যাংকের অফিসার: ১৯)

(ক) রম্য নাটক

(খ) সামাজিক উপন্যাস

(গ) আবু ইসহাকের জীবন কাহিনী

(ঘ) লোক সাহিত্যমূলক গ্রন্থ

উত্তর:- (খ) সামাজিক উপন্যাস

প্রশ্ন:-৩।  আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? (সাব-রেজিস্ট্রার: ১২]

(ক) মাদারীপুর

(খ) গোপালগঞ্জ

(গ) শরিয়তপুর

(ঘ) রাজবাড়ি

উত্তর:- (গ) শরিয়তপুর

প্রশ্ন:-৪।  ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে?

(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

(খ) আবু ইসহাক

(গ) সিকান্দার আবু জাফর

(ঘ) হুমায়ুন আহমেদ

উত্তর:- (খ) আবু ইসহাক

প্রশ্ন:-৫।  ‘জোঁক’ গল্পের রচয়িতা- (প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)

(ক) শাহেদ আলী

(খ) শওকত ওসমান

(গ) আল মাহমুদৱ

(ঘ) আবু ইসহাক

উত্তর:- (ঘ) আবু ইসহাক

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *