আবু জাফর ওবায়দুল্লাহ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান।
- তিনি ২০০১ সালের ১৯ মার্চ পরলোকগমণ করেন।
পুরস্কার
বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯) | একুশে পদক (১৯৮৫) |
আবু জাফর ওবায়দুল্লাহ এর কাব্যগ্রন্থ
‘সাতনরী হার’ (১৯৫৫) | ‘আমি কিংবদন্তির কথা বলছি’ (১৯৮১) |
‘কখনো রং কখনো সুর’ (১৯৭০) | ‘কমলের চোখ (১৯৭৪) |
‘সহিষ্ণু প্রতীক্ষা’ (১৯৮২) | বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ (১৯৮৩) |
‘আমার সময়’ (১৯৮৭) | নির্বাচিত কবিতা’ (১৯৯১) |
‘আমার সকল কথা’ (১৯৯৩), | ‘মসৃণ কৃষ্ণ গোলাপ’ (২০০২)। |
আরো পড়ুন:- আল মাহমুদ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ একটি-
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) গল্পগ্রন্থ
(ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: (গ) গল্পগ্রন্থ
প্রশ্ন:-২। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কার লেখা? (৩৬তম বিসিএস ২৭তম বিসিএস)
ক শামসুর রাহমান
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) আল মাহমুদ
গ আবুল ফজল
উত্তর:- খ) আবু জাফর ওবায়দুল্লাহ
প্রশ্ন:-৩। ‘মাগো ওরা বলে’ কবিতাটি কার লেখা? (পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী : ১০)
(ক) আবদুল মান্নান সৈয়দ
(খ) নির্মলেন্দু গুণ
(গ) আবু জাফর ওবায়দুল্লাহ
(ঘ) বেলাল চৌধুরী
উত্তর:- (গ) আবু জাফর ওবায়দুল্লাহ
প্রশ্ন:-৪। ‘সাতনরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ড্যাফোডিল): ১২/
(ক) আবদুল মান্নান সৈয়দ
(খ) বেলাল চৌধুরী
(গ) আবু জাফর ওবায়দুল্লাহ
(ঘ) জাফর ইকবাল
উত্তর:- (গ) আবু জাফর ওবায়দুল্লাহ