আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা

আবু জাফর ওবায়দুল্লাহ

আবু জাফর ওবায়দুল্লাহ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান।

  • তিনি ২০০১ সালের ১৯ মার্চ পরলোকগমণ করেন।

পুরস্কার

বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯)একুশে পদক (১৯৮৫)

 আবু জাফর ওবায়দুল্লাহ এর কাব্যগ্রন্থ

‘সাতনরী হার’ (১৯৫৫)‘আমি কিংবদন্তির কথা বলছি’ (১৯৮১)
‘কখনো রং কখনো সুর’ (১৯৭০)‘কমলের চোখ (১৯৭৪)
‘সহিষ্ণু প্রতীক্ষা’ (১৯৮২)বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ (১৯৮৩)
‘আমার সময়’ (১৯৮৭)নির্বাচিত কবিতা’ (১৯৯১)
‘আমার সকল কথা’ (১৯৯৩),‘মসৃণ কৃষ্ণ গোলাপ’ (২০০২)।

আরো পড়ুন:- আল মাহমুদ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘আমি কিংবদন্তির কথা বলছি’ একটি-

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) গল্পগ্রন্থ

(ঘ) কাব্যগ্রন্থ

উত্তর: (গ) গল্পগ্রন্থ

প্রশ্ন:-২।  ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কার লেখা? (৩৬তম বিসিএস  ২৭তম বিসিএস)

ক শামসুর রাহমান

খ) আবু জাফর ওবায়দুল্লাহ

ঘ) আল মাহমুদ

গ আবুল ফজল

উত্তর:- খ) আবু জাফর ওবায়দুল্লাহ

প্রশ্ন:-৩। ‘মাগো ওরা বলে’ কবিতাটি কার লেখা? (পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী : ১০)

(ক) আবদুল মান্নান সৈয়দ

(খ) নির্মলেন্দু গুণ

(গ) আবু জাফর ওবায়দুল্লাহ

(ঘ) বেলাল চৌধুরী

উত্তর:- (গ) আবু জাফর ওবায়দুল্লাহ

প্রশ্ন:-৪।  ‘সাতনরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ড্যাফোডিল): ১২/

(ক) আবদুল মান্নান সৈয়দ

(খ) বেলাল চৌধুরী

(গ) আবু জাফর ওবায়দুল্লাহ

(ঘ) জাফর ইকবাল

উত্তর:- (গ) আবু জাফর ওবায়দুল্লাহ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *