বটতলার উপন্যাস’ এর লেখক কে

রাজিয়া খান

রাজিয়া খান ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাজবাড়ি জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম রাজিয়া আমিন খান।

  • তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস, ‘বটতলার উপন্যাস’ , এটি ১৯৫৮ সালে প্রকাশিত হয়।

উপন্যাসসমূহ

‘বটতলার উপন্যাস’ (১৯৫৮)‘অনুকল্প’ (১৯৫৯)
‘দ্রৌপদী’ (১৯৯৩)‘প্রতিচিত্র’ (১৯৭৬)
‘চিত্রকাব্য’ (১৯৮০)‘হে মহাজীবন’ (১৯৮৩)

আরো পড়ুন:- শাহ মুহম্মদ সগীর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘বটতলার উপন্যাস’ এর লেখক কে?  (৩১তম বিসিএস )

(ক) সেলিনা হোসেন

(খ) রাজিয়া খান

(গ) রাজিয়া মজিদ

(ঘ) সেলিনা জামান

উত্তর:- (খ) রাজিয়া খান

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *