রাজিয়া খান ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাজবাড়ি জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম রাজিয়া আমিন খান।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস, ‘বটতলার উপন্যাস’ , এটি ১৯৫৮ সালে প্রকাশিত হয়।
উপন্যাসসমূহ
‘বটতলার উপন্যাস’ (১৯৫৮) | ‘অনুকল্প’ (১৯৫৯) |
‘দ্রৌপদী’ (১৯৯৩) | ‘প্রতিচিত্র’ (১৯৭৬) |
‘চিত্রকাব্য’ (১৯৮০) | ‘হে মহাজীবন’ (১৯৮৩) |
আরো পড়ুন:- শাহ মুহম্মদ সগীর
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘বটতলার উপন্যাস’ এর লেখক কে? (৩১তম বিসিএস )
(ক) সেলিনা হোসেন
(খ) রাজিয়া খান
(গ) রাজিয়া মজিদ
(ঘ) সেলিনা জামান
উত্তর:- (খ) রাজিয়া খান