সেলিনা হোসেন ১৪ই জুন ১৯৪৭ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, নারীমুক্তি তাঁর উপন্যাসের মূল বিষয়। তাঁর রচিত উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো- হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, চাঁদবেনে, পোকামাকড়ের ঘরবসতি, ইত্যাদি।
- তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ার সময় ‘পূবালী’ পত্রিকায় তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়।
- বাংলা একাডেমির ‘ধান শালিকের দেশ পত্রিকাটি সম্পাদনা করেন।
- ১৯৯৭ সালে তিনি বাংলা একাডেমির পরিচালক নিযুক্ত হন এবং ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।
পুরস্কার
ড: মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯) | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার – (১৯৮০) |
চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭) | ফিলিপস্ সাহিত্য পুরস্কার - ১৯৯৪ |
ভাষা ও সাহিত্যে একুশে পদক - ২০০৯ | সাহিত্যে স্বাধীনতা পুরস্কার - ২০১৮ |
সেলিনা হোসেন এর প্রবন্ধসমূহ
‘স্বদেশে পরবাসী’ (১৯৮৫) | ‘একাত্তরে ঢাকা’ (১৯৯০) |
‘নির্ভয় করো হে’ (১৯৯৮) | ‘মুক্ত করো ভয়’ (২০০২) |
‘ঘর গেরস্থির রাজনীতি’ (২০০৭) |
সেলিনা হোসেন এর গল্পগ্রন্থ
‘উৎস থেকে নিরন্তর’ (১৯৬৯) | ‘পরজন্ম’ (১৯৮৬) |
‘মানুষটি’ (১৯৯৩) | ‘মতিজানের মেয়েরা’ (১৯৯৫) |
‘অনূঢ়া পূর্ণিমা’ (২০০০) | ‘নারীর রূপকথা’ (২০০৭) |
সেলিনা হোসেন এর উপন্যাস
‘জলোচ্ছ্বাস’ (১৯৭২) | ‘হাঙর নদী গ্রেনেড’ (১৯৭৬) |
‘যাপিত জীবন’ (১৯৮১) | ‘পোকামাকড়ের ঘরবসতি’ (১৯৮৬) |
‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ (১৯৮৭) | ‘কাঁটাতারে প্রজাপতি’ (১৯৮৯) |
‘কাকতাড়ুয়া’ (১৯৯৬) | ‘কাঠকয়লার ছবি’ (২০০১) |
‘যুদ্ধ’ (১৯৯৮) | ‘মগ্ন চৈতন্যে শিস’ (১৯৭৯) |
‘নীল ময়ূরের যৌবন (১৯৮২) | ‘চাঁদবেনে’ (১৯৮৪) |
‘কালকেতু ও ফুল্লরা’ (১৯৯২), | ‘ভালোবাসা প্রীতিলতা’ (১৯৯২) |
‘পদশব্দ’ (১৯৯২) | ‘টানাপোড়েন’ (১৯৯৪) |
‘লারা’ (২০০০) | ‘মোহিনীর বিয়ে’ (২০০২) |
‘আণবিক আঁধার’ (২০০৩) | ‘ঘুমকাতুরে ঈশ্বর’ (২০০৪) |
‘মর্গের নীল পাখি’ (২০০৫) | ‘অপেক্ষা’ (২০০৭) |
‘পূর্ণছবির মগ্নতা’ (২০০৮) | ‘যমুনা নদীর মুশায়রা’ (২০০৯) |
‘গেরিলা ও বীরাঙ্গনা’ (২০১৪) | ত্রয়ী উপন্যাস: ‘গায়ত্রী সন্ধ্যা |
আরো পড়ুন:- সেলিম আল দীন
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘হাঙর নদী গ্রেনেড’ এর রচয়িতা কে? (সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর- ১১)
(ক) নাসরিন জাহান
(খ) ববিতা
(গ) রাইসুল ইসলাম আসাদ
(ঘ) সেলিনা হোসেন
উত্তর:- (ঘ) সেলিনা হোসেন
প্রশ্ন:-২। ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে?
(ক) রাবেয়া খাতুন
(খ) সেলিনা হোসেন
(গ) রিজিয়া রহমান
(ঘ) সেলিনা হোসেন
উত্তর:- (ঘ) সেলিনা হোসেন
প্রশ্ন:-৩। ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম-
(ক) সুফিয়া কামাল
(খ) রাবেয়া খাতুন
(গ) পান্না কায়সার
ঘ) সেলিনা হোসেন
উত্তর:- ঘ) সেলিনা হোসেন