A, An এবং the কে Article বলে।
Article কত প্রকার
Article দুই প্রকার যথা:
১। Indefinite Article ( অনির্দিষ্ট আর্টিকেল )
২। Definite Article ( নির্দিষ্ট আর্টিকেল )
Indefinite Article কাকে বলে
Indefinite Article ( অনির্দিষ্ট আর্টিকেল ): A এবং An Noun এর আগে বসে তাকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে। তাই A এবং An কে Indefinite ( অনির্দিষ্ট ) Article বলে।
যেমন:
I Saw a boy. ( আমি একজন বালককে দেখেছিলাম )
এখানে আমি কোন বালকটিকে দেখেছিলাম তা নির্দিষ্টভাবে বলা হয় নি। তাই এখানে a indefinite article.
Definite Article কাকে বলে
Definite Article ( নির্দিষ্ট আর্টিকেল ): The কে Definite Article বলে। কারণ ইহা এক বা একাধিক বস্তু বা প্রাণিকে নির্দিষ্ট করে বুঝায়।
Article এর ব্যবহার
আরো পড়ুন