syllable কত প্রকার

Syllable কাকে বলে

Syllable শব্দটির বংলা অর্থ হচ্ছে শব্দাংশ। কোন Word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে Syllable বা শব্দাংশ বলে।

মনেরাখবে, Vowel ছাড়া Syllable হয় না। প্রত্যেক Syllable এ এক বা একের অধিক vowel থাকে।

যেমন:

Wonderful = Won+der+ful এ শব্দটিতে তিনটি Syllable আছে।

সহজে ইংরেজি শব্দের বানান ও উচ্চারণ আয়ত্ত করার জন্য Syllable গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Syllable কত প্রকার

Syllable চার প্রকার যথা:

Syllable কত প্রকার ও কি কি

১। Mono Syllable ( এক শব্দাংশ )

২। Di Syllable ( দুই শব্দাংশ )

৩। Tri Syllable ( তিন শব্দাংশ )

৪। Poly Syllable ( বহু শব্দাংশ )

Mono Syllable কাকে বলে

Mono Syllable ( এক শব্দাংশ ): যে Word এ একটি মাত্র Syllable থাকে তাকে Mono Syllable বলে।

যেমন: Mon, Sun ইত্যাদি।

Di Syllable কাকে বলে

Di Syllable ( দুই শব্দাংশ ): যে word এ দুইটি Syllable থাকে তাকে Di Syllable বলে।

যেমন:

Mother= Mo+ther

Farmer= Far+mer

Tri Syllable কাকে বলে

Tri Syllable ( তিন শব্দাংশ ): যে Word এ তিনটি Syllable থাকে তাকে Tri Syllable বলে।

যেমন:

Wonderful= wor+der+ful

Umbrella= um+bre+lla

Poly Syllable কাকে বলে

Poly Syllable ( বহু শব্দাংশ): যে Word এ তিনটির বেশি Syllable থাকে তাকে Poly Syllable বলে।

যেমন:

International= in+ter+na+tion+al

Examination= exa+mi+na+tion ইত্যাদি।

আরো পড়ুন

Parts of Speech কাকে বলে

Sentence কাকে বলে

person কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *