Syllable শব্দটির বংলা অর্থ হচ্ছে শব্দাংশ। কোন Word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে Syllable বা শব্দাংশ বলে।
মনেরাখবে, Vowel ছাড়া Syllable হয় না। প্রত্যেক Syllable এ এক বা একের অধিক vowel থাকে।
যেমন:
Wonderful = Won+der+ful এ শব্দটিতে তিনটি Syllable আছে।
সহজে ইংরেজি শব্দের বানান ও উচ্চারণ আয়ত্ত করার জন্য Syllable গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Syllable কত প্রকার
Syllable চার প্রকার যথা:
১। Mono Syllable ( এক শব্দাংশ )
২। Di Syllable ( দুই শব্দাংশ )
৩। Tri Syllable ( তিন শব্দাংশ )
৪। Poly Syllable ( বহু শব্দাংশ )
Mono Syllable কাকে বলে
Mono Syllable ( এক শব্দাংশ ): যে Word এ একটি মাত্র Syllable থাকে তাকে Mono Syllable বলে।
যেমন: Mon, Sun ইত্যাদি।
Di Syllable কাকে বলে
Di Syllable ( দুই শব্দাংশ ): যে word এ দুইটি Syllable থাকে তাকে Di Syllable বলে।
যেমন:
Mother= Mo+ther
Farmer= Far+mer
Tri Syllable কাকে বলে
Tri Syllable ( তিন শব্দাংশ ): যে Word এ তিনটি Syllable থাকে তাকে Tri Syllable বলে।
যেমন:
Wonderful= wor+der+ful
Umbrella= um+bre+lla
Poly Syllable কাকে বলে
Poly Syllable ( বহু শব্দাংশ): যে Word এ তিনটির বেশি Syllable থাকে তাকে Poly Syllable বলে।
যেমন:
International= in+ter+na+tion+al
Examination= exa+mi+na+tion ইত্যাদি।
আরো পড়ুন