আবদুল মান্নান সৈয়দ ৩ আগস্ট, ১৯৪৩ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর ঢাকার স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ছিলেন একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক।
- তিনি ‘অশোক সৈয়দ’ ছদ্মনামে লিখতেন এবং সাহিত্যমহলে তিনি ‘মান্নান সৈয়দ’ নামেই পরিচিত ছিলেন।
- তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ‘পোয়েট ইন রেসিডেন্ট।
- তিনি ৫ সেপ্টেম্বর, ২০১০ সালে পরলোক গমন করেন।
পুরস্কার
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, (১৯৮১। | নজরুল পুরস্কার, পশ্চিম বঙ্গ, (১৯৯৮) |
একুশে পদক | আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯১) |
আবদুল মান্নান সৈয়দ এর কাব্য
‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ (১৯৬৭) | ‘জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা’ (১৯৬৯), |
‘ও সংবেদন ও জলতরঙ্গ’ (১৯৭৪) | ‘কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড’ (১৯৮২) |
‘পার্ক স্ট্রিটে এক রাত্রি’ (১৯৮৩) | ‘পরাবাস্তব কবিতা’ (১৯৮৪) |
‘সকল প্রশংসা তাঁর’ (১৯৯৩) | ‘নীরবতা গভীরতা দুই বোন বলে কথা’ (১৯৯৭) |
‘মাছ সিরিজ’ (১৯৮৪) |
আবদুল মান্নান সৈয়দ এর উপন্যাস
‘পরিপ্রেক্ষিতের দাসদাসী’ (১৯৭৪) | কলকাতা’ (১৯৮০) |
‘অ-তে অজগর’ (১৯৮২) | ‘পোড়ামাটির কাজ’ (১৯৮২) |
‘ক্ষুধা প্রেম আগুন’ (১৯৯৪) | শ্রাবন্তীর দিনরাত্রি’ (১৯৯৮) |
গল্পগ্রন্থ
একরাত্রি | মার্চ |
সত্যের মত বদমাশ’ | চলো যাই পরোক্ষে |
‘নেকড়ে হায়েনা ও তিন পরী’ | ‘মৃত্যুর অধিক লাল ক্ষুধা’ |
স্মৃতিকথা
‘আমার বিশ্বাস’ (১৯৮৮) | ‘স্মৃতির নোটবুক’ (২০০১) |
প্রবন্ধ গবেষণা
‘শুদ্ধতম কবি’ (১৯৭২) | ‘নজরুল ইসলাম : কবি ও কবিতা’ (১৯৭৭) |
‘নজরুল : কালজ কালোত্তর’ (১৯৮৭), | ‘আধুনিক সাম্প্ৰতিক’ (২০০১)। |
আরো পড়ুন:- মুহম্মদ আবদুল হাই
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘ক্ষুধা প্রেম আগুন’ উপন্যাসটির রচয়িতা- [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক: ১৪]
(ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
(খ) আবদুল মান্নান সৈয়দ
(গ) হুমায়ুন আহমদ
(ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর:- (খ) আবদুল মান্নান সৈয়দ
প্রশ্ন:-২। বাংলা সাহিত্যে ‘পরাবাস্তব’ কবি হিসেবে পরিচিত- (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব: ১২)
(ক) হুমায়ুন আহমদ
(খ) আবদুল মান্নান সৈয়দ
(গ) হুমায়ুন আহমদ
(ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর:- (খ) আবদুল মান্নান সৈয়দ
প্রশ্ন:-৩। ‘মাছ সিরিজ’ কবিতাটি কার লেখা? [সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক: ১০)
(ক) ইমদাদুল হক মিলন
(খ) আবদুল মান্নান সৈয়দ
(গ) ইসমাইল হোসেন সিরাজীঘ
(ঘ) আনোয়ার পাশা
উত্তর:- (খ) আবদুল মান্নান সৈয়দ