আবদুল হাকিম ১৬২০ খ্রিষ্টাব্দে নোয়াখালী জেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সপ্তদশ শতকের মুসলিম কবি। তাঁর বিখ্যাত কবিতা ‘বঙ্গবাণী। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
আবদুল হাকিম এর কাব্যগ্রন্থ
ইউসুফ জোলেখা | নূরনামা |
দোররে মজলিশ | কারবালা ও শহরনামা’। |
হানিফার লড়াই | শিহাবুদ্দীন নামা |
আবদুল হাকিম এর বিখ্যাত উক্তি
‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নিৰ্ণয় ন জানি।’ |
‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। |
‘তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন।’ |
আরো পড়ুন:- আবু জাফর ওবায়দুল্লাহ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। “দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।” কবিতাংশটি কার? (বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী অফিসার: ০৭)
(ক) আবদুল হাকিম
(খ) মোজাম্মেল হক
(গ) কামিনী রায়
(ঘ) রজনীকান্ত সেন
উত্তর:- (ক) আবদুল হাকিম
প্রশ্ন:-২। “যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।“ এ পক্তি দু’টি কোন কবির কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে? (অগ্রণী ব্যাংক লি. সি. অফিসার: ১৫, সহ. উপজেলা শিক্ষা অফিসার: ১০)
(ক) রামনিধি গুপ্ত
(খ) আলাওল
(গ) আবদুল হাকিম
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর:- (গ) আবদুল হাকিম
প্রশ্ন:-৩। আবদুল হাকিম জন্মগ্রহণ করেন? ( কর্মসংস্থান ব্যুরোর উপ-সহকারী পরিচালক: ০১)
(ক) ১৬২০ খ্রি.
(খ) ১৭২০ খ্রি.
(গ) ১৬৩০ খ্রি.
(ঘ) ১৭৩০ খ্রি.
উত্তর:- (ক) ১৬২০ খ্রি.
প্রশ্ন:-৪। আবদুল হাকিম কোন শতকের কবি ছিলেন? ( প্রা. বিদ্যালয় নিয়োগ:-১১)
(ক) পঞ্চদশ
(খ) একাদশ
(গ) অষ্টাদশ
(ঘ) সপ্তদশ
উত্তর:- (ঘ) সপ্তদশ
প্রশ্ন:-৫। বঙ্গবাণী’ কবিতার রচয়িতা কে? ( ইঞ্জিনিয়ার: ২০, সিজিডিএফ এর জুনিয়র অডিটর:১৯)
(ক) আবদুল হাকিম
(খ) সুফিয়া কামাল
(গ) জহির রায়হান
(ঘ) শামসুর রাহমান
উত্তর:- (ক) আবদুল হাকিম
প্রশ্ন:-৬। ‘কারবালা ও শহরনামা’ কাব্যগ্রন্থটির রচয়িতা- (রূপালী ব্যাংক লি.
অফিসার (ক্যাশ): ১৮]
(ক) শাহ মুহম্মদ সগীর
(খ) আলাওল
(গ) আবদুল হাকিম
(ঘ) দৌলত কাজী
উত্তর:- (গ) আবদুল হাকিম
প্রশ্ন:-৭। ‘ইউসুফ জুলেখা’ মর্সিয়া সাহিত্যের লেখক কে? (এনএসআই এর ওয়্যারলেস অপারেটর: ২১)
(ক) শেখ ফয়জুল্লাহ
(খ) দৌলতখাঁ
(গ) আব্দুল হাকিম
(ঘ) আব্দুল করিম
উত্তর:- (গ) আব্দুল হাকিম