কাজী আবদুল ওদুদ ২৬ এপ্রিল, ১৮৯৪ সালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক এবং মুক্তবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব।
- তিনি কলকাতা থেকে প্রকাশিত সাময়িক ‘সংকল্প’ পত্রিকার সম্পাদক ছিলেন।
কাজী আবদুল ওদুদের সাহিত্যকর্মসমূহ
প্ৰবন্ধ: | শাশ্বতবঙ্গ, শাশ্বতবঙ্গ, বাঙালার জাগরণ, রবীন্দ্রকাব্য পাঠ, সমাজ ও সাহিত্য, মোহাম্মদ ও ইসলাম |
নাটক : | ‘মানব বন্ধু, পথ ও বিপথ |
গল্পগ্রন্থ : | তরুণ, মীর পরিবার |
আরো পড়ুন:- কাজী ইমদাদুল হক
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? (বাতিলকৃত ২৪তম বিসিএস)
(ক) কাজী আবদুল ওদুদ
(খ) কাজী আনোয়ারুল কাদির
(গ) কাজী ইমদাদুল হক,
(ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
উত্তর:- (ক) কাজী আবদুল ওদুদ
প্রশ্ন:-২। ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন- (১৫তম বিসিএস)
(ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
(খ) আনোয়ার
(গ) মোহাম্মদ বরকতুল্লাহ
(ঘ) আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
উত্তর:- (ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
প্রশ্ন:-৩। কাজী আবদুল ওদুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১১)
(ক) ময়মনসিংহ
(খ) ফরিদপুর
(গ) শরীয়তপুর
(ঘ) রংপুর
উত্তর:-
প্রশ্ন:-৪। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য- (খাদ্য অধিদপ্তরের
সহকারী উপ-খাদ্য পরিদর্শক: ১২)
ক) কাজী আবদুল ওদুদ
(খ) শেখ ফজলল করিম
(গ) মোহাম্মদ আকরাম খাঁ,
(ঘ) মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ উত্তর:- ক) কাজী আবদুল ওদুদ