কালীপ্রসন্ন সিংহ ২৩ ফেব্রুয়ারি, ১৮৪০ সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন। কালীপ্রসন্ন সিংহ রচিত ‘হুতোম প্যাঁচার নকশা’ একটি রম্য রচনা।
কালীপ্রসন্ন সিংহের সাহিত্যকর্ম
হুতোম প্যাঁচার নকশা | সংস্কৃত মহাভারতের গদ্য অনুবাদ |
কালীপ্রসন্ন সিংহের নাটক
বাবু | সাবিত্রী সত্যবান |
বিক্রমোবশী | মালতীমাধব |
আরো পড়ুন:- দৌলত কাজী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘হুতোমী বাংলা কার রচনাকে বলে? শ্রিম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম পরিচালক: ০৬/
(ক) বিদ্যাসাগর
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) প্যারিচাঁদ মিত্র
(ঘ) ঈশ্বর গুপ্ত
উত্তর:- (খ) কালীপ্রসন্ন সিংহ
প্রশ্ন:-২। ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা? (সহকারী থানা শিক্ষা অফিসার : ১৫)
(ক) রম্য রচনা
(খ) চিত্রকর্ম
(গ) উপন্যাস
(ঘ) প্রবন্ধ
উত্তর:- (ক) রম্য রচনা
প্রশ্ন:-৩। ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে? (সময় পরিদপ্তরের
হিসাবরক্ষক: ১০)
(ক) রামরাম বসু
(খ) দীনবন্ধু মিত্র
(গ) ভুদেব মুখোপাধ্যায়
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তর:- (ঘ) কালীপ্রসন্ন সিংহ
প্রশ্ন:-৪। হুতোমী গদ্যের লেখকের নাম কী? [সহকারী থানা শিক্ষা অফিসার ০৯)
(ক) টেকচাঁদ ঠাকুর
(খ) দীনবন্ধু মিত্র
(গ) ভানুসিংহ ঠাকুর
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তর:- (ঘ) কালীপ্রসন্ন সিংহ