গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
কাব্য, উপন্যাস, অনুবাদ ও সাহিত্যে প্রায় সকল শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ছিল। তাঁর কাব্যের মূল বিষয় ছিলো ইসলাম ও প্রেম।
গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ
রক্তরাগ- ১৯২৪ | কাব্যকাহিনী- ১৯৩২ |
বনি আদম- ১৯৫৮ | হাস্নাহেনা- ১৯৩৮ |
গীতিসঞ্চয়ণ- ১৯৬৮ | সাহারা- ১৯৩৬ |
উপন্যাস: ‘রূপের নেশা’ ১৯২০
জীবনীগ্রন্থ: ‘বিশ্বনবী’ ১৯৪২
গোলাম মোস্তফার গদ্যগ্রন্থ
ইসলাম ও কমিউনিজম | ইসলাম ও জিহাদ |
‘আমার চিন্তাধারা |
আরো পড়ুন:- ভারতচন্দ্র রায়গুণাকর
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘বিশ্বনবী’ কার লেখা? সিএজি এর জুনিয়র অডিটরঃ১১/
(ক) মওলানা আকরম খাঁ
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) গোলাম মোস্তফা
(ঘ) জসীমউদ্দীন
উত্তর:- (গ) গোলাম মোস্তফা
প্রশ্ন:-২। ‘জীবন বিনিময়’ কবিতাটি কে লিখেন? (সিজিডিএফ এর জুনিয়র অডিটর: ১৯)
(ক) আহসান হাবীব
(খ) কায়কোবাদ
(গ) গোলাম মোস্তফা
(ঘ) ফররুখ আহমদ
উত্তর:- (গ) গোলাম মোস্তফা
প্রশ্ন:-৩। ‘বনি আদম’ কাব্যগ্রন্থটির
(ক) শেখ ফজলল করিম
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) গোলাম মোস্তফা
(ঘ) জসীমউদ্দীন
উত্তর:- (গ) গোলাম মোস্তফা