প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার বিরামদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম পুনর্জাগরণের লেখক হিসেবে পরিচিত।
করটিয়া সাদাত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাংলা, বিহার ও উড়িষ্যার মুসলমানদের মধ্যে তিনিই প্রিন্সিপাল। এজন্য তার নামের পূর্বে প্রিন্সিপাল যোগ করা হয়।
- পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত ‘সিতারা-ই-ইমতিয়াজ’উপাধি প্রত্যাখ্যান করেন।
- তিনি ব্রিটিশ সরকারের দেওয়া ‘খান সাহেব ও ‘খান বাহাদুর উপাধি প্রত্যাখ্যাক করেন।
ইব্রাহীম খাঁ এর নাটক
কামাল পাশা- ১৯২৭ | আনোয়ার পাশা- ১৯৩০ |
কাফেলা- ১৯৫০ | ‘ঋণ পরিশোধ- ১৯৫৫ |
আরো পড়ুন:- ইমদাদুল হক মিলন
ইব্রাহীম খাঁ এর রচনাবলি
স্মৃতিকথা: | বাতায়ন-১৯৭৪ লিপি সংলাপ |
গল্পগ্রন্থ: | ‘আলু বোখরা’(১৯৬০), উস্তাদ’(১৯৬৭), দাদুর আসর- (১৯৭১) |
ভ্রমণকাহিনী: | ইস্তাম্বুল যাত্রীর পত্র’ (১৯৫৪), নয়া চীনে এক চক্কর, বেদুঈনদের দেশে- ১৯৫৬ |
উপন্যাস: | বৌ বেগম- ১৯৫৮ |
শিশু সাহিত্য: | ছোটদের মহানবী (১৯৬১), ইতিহাসের আগের মানুষ’ (১৯৬১) ‘ব্যাঘ্র মামা’ (১৯৫১), ‘শিয়াল পণ্ডিত’ (১৯৫২), ‘নিজাম ডাকাত’ (১৯৫০) |
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। কোনটি ইব্রাহীম খাঁ এর গ্রন্থ নয়? ( ১৪তম বিসিএস)
(ক) আনোয়ারা পাশা
(খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র
(গ) সোনার শিকল
(ঘ) কুঁচবরণ কন্যা
উত্তর:- (ঘ) কুঁচবরণ কন্যা
প্রশ্ন:-২। কোন নাটকটি ইব্রাহীম খাঁ রচিত?(সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার:০৬]
(ক) কাফেলা
(খ) সাজাহান
(গ) নীলদর্পণ
(ঘ) রক্তাক্ত প্রান্তর
উত্তর:- (ক) কাফেলা
প্রশ্ন:-৩। ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা কে? [প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের হিসাব সহকারী: ১১/
(ক) আকবর উদ্দিন
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) ইব্রাহীম খাঁ
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর:- (গ) ইব্রাহীম খাঁ
প্রশ্ন:-৪। ইব্রাহীম খাঁ রচিত গ্রন্থ কোনটি? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক)
(ক) খোয়াবনামা
(খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র
(গ) পদ্মানদীর মাঝি
(ঘ) মোস্তফা চরিত
উত্তর:- (খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র