ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ খ্রিষ্টাব্দে হাওড়া জেলার ভুরশুট পরগণার পেঁড়ো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ কবি ।
- ভারতচন্দ্র রায়গুণাকরের কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘রায়গুণাকর উপাধি দেন।
ভারতচন্দ্র রায়গুণাকার এর সাহিত্যকর্মসমূহ
অন্নদামঙ্গল কাব্য | সত্য পীরের পাঁচালী’ |
চণ্ডীনাটক | নাগাষ্টক |
ভারতচন্দ্র রায়গুণাকার এর বিখ্যাত উক্তি
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। |
না রবে প্রাসাদগুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনী মিশাল ।। |
বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ। |
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। |
আরো পড়ুন:-শেখ ফয়জুল্লাহ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ভুরশুট পরগনার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন- (পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৪)
(ক) মুকুন্দরাম চক্রবর্তী
(খ) ময়ূর ভট্ট
(গ) ভারতচন্দ্র রায়গুণাকর
(ঘ) কানাহরি দত্ত
উত্তর:- (গ) ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্ন:-২। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? (গ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক:১৪/
(ক) কবিকণ্ঠহার
(খ) রায়গুণাকর
(গ) কবিকঙ্কন
(ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর:- (খ) রায়গুণাকর
প্রশ্ন:- ৩। ‘রায়গুণাকর’ কার উপাধি?
(ক) মালাধর বসু
(খ) ভারতচন্দ্র রায়গুণাকর
(গ) কবিরঞ্জন
(ঘ) রামরাম বসু
উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্ন:-৪। মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী? (২৮তম বিসিএস)
(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(খ) ভারতচন্দ্র রায়গুণাকর
(গ) রামরাম বসু
(ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্ন:-৫। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? (৬ষ্ঠ বিজেএস, প্রাথমিক পরীক্ষা: ১১)
(ক) মুকুন্দরাম চক্রবর্তী
(খ) ভারতচন্দ্র রায়গুণাকর
(গ) রামরাম বসু
(ঘ) চণ্ডীদাস
উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্ন:- ৬। ‘অন্নদামঙ্গল’ কাব্য কে রচনা করেন? (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৬)
(ক) কানাহরি দত্ত
(খ) ভারতচন্দ্র রায়গুণাকর
(গ)ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) বিজয় গুপ্ত
উত্তর:- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্ন:- ৭। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়- (১৭তম বিসিএস )
(ক) ভারতচন্দ্র রায়
(খ) মুকুন্দরাম চক্রবর্তী
(গ) মদনমোহন তর্কালঙ্কার
(ঘ) কামিনী রায়
উত্তর:- (ক) ভারতচন্দ্র রায়
প্রশ্ন:-৮। ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ এ প্রার্থনাটি করেছে- (২৩তম বিসিএস]
(ক) ভাঁড়দত্ত
(খ) চাঁদ সদাগর
(গ) ঈশ্বরী পাটনী
ঘ নলকুবের
উত্তর:- (গ) ঈশ্বরী পাটনী
প্রশ্ন:-৯। ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? (পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১১ )
(ক্) অন্নদামঙ্গল
(খ) পদ্মাবতী
(গ) অশ্রুমালা
(ঘ) লায়লী-মজনু
উত্তর:- (ক্) অন্নদামঙ্গল
প্রশ্ন:-৯। ‘বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ’- চরণ দুটি কার রচনা? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ: ০৪]
(ক) আলাওল
(খ) ভারতচন্দ্র রায়গুণাকর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) শেখ ফজলল করিম
উত্তর:- (ঘ) শেখ ফজলল করিম
প্রশ্ন:-১০। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন- (৩৬তম বিসিএস)
(ক) ১৭৫৬
(খ) ১৭৫২
(গ) ১৭৬০
(ঘ) ১৭৬২
উত্তর:- (গ) ১৭৬০
প্রশ্ন:-১১। মধ্যযুগের শেষ কবি কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯]
(ক) চণ্ডীদাস
(খ) ভারতচন্দ্র
(গ) বিজয় গুপ্ত
(ঘ) কানাহরি দত্ত
উত্তর:- (খ) ভারতচন্দ্র