আলাওল ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। ‘পদ্মাবতী’ মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
মহাকবি আলাওল এর কাব্যসমূহ
তোহফা (নীতিকাব্য) | রক্তনকলিকা আনন্দবর্মা |
হপ্তপয়কর | সয়ফুলমুলুক বদিউজ্জামাল |
পদাবলী | সিকান্দরনামা |
আরো পড়ুন:- শামসুদ্দীন আবুল কালাম
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। কবি আলাওলের জন্মস্থান কোনটি? (২৯তম বিসিএস)
(ক) ফরিদপুরের সুরেশ্বর
(খ) চট্টগ্রামের পটিয়া
(গ) কবি আলাওলের সময়কাল-
(ঘ) চট্টগ্রামের জোবরা
উত্তর:- (ঘ) চট্টগ্রামের জোবরা
প্রশ্ন:-২। মহাকবি আলাওল রচিত কাব্য- (৪২তম বিসিএস)
(খ) পদ্মাবতী
(ক) চন্দ্রাবতী
(গ) মধুমালতী
(ঘ) লাইলী মজনু
উত্তর:- (খ) পদ্মাবতী
প্রশ্ন:-৩। মহাকবি আলাওল রচিত গ্রন্থ- (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১০)
(ক) পদ্মাবতী
(খ) লায়লী-মজনু
(গ) ইউসুফ জোলেখা
(ঘ) গোরক্ষবিজয়
উত্তর:- (ক) পদ্মাবতী
প্রশ্ন:-৪। .‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? (সহ. পরিবার পরিকল্পনা কর্মকর্তা)
(ক) দৌলত কাজী
(খ) মাগন ঠাকুর
(গ) আলাওল
(ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর:- (গ) আলাওল
প্রশ্ন:-৫। কবি আলাওলের প্রথম রচনা- (ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৩)
(ক) হপ্ত পয়কর
(খ) পদ্মাবতী
(গ) সয়ফুলমুলুক-বদিউজ্জামাল
(ঘ) গুলে বকাওলী
উত্তর:- (খ) পদ্মাবতী
প্রশ্ন:-৬। আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য? (৩১তম বিসিএস]
(ক) আত্মজীবনী
(খ) প্রণয়কাব্য
(গ) নীতি কাব্য
(ঘ) জয়নামা
উত্তর:- (গ) নীতি কাব্য
প্রশ্ন:-৭। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের সহ, পরিচালক:১১)
(ক) লক্ষ্মণ সেনের রাজসভার
(খ) আরাকান রাজসভার
(গ) সম্রাট আকবরের রাজসভা
(ঘ)সম্রাট শাহজাহানের রাজসভা
উত্তর:- (খ) আরাকান রাজসভার
প্রশ্ন:-৮। মহাকবি আলাওল কোন যুগের কবি? পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৭]
(ক) সর্বাধুনিক যুগের
(খ) আধুনিক যুগের
(গ) প্রাচীন যুগের
(ঘ) মধ্যযুগের
উত্তর:- (ঘ) মধ্যযুগের
প্রশ্ন:-৯। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি
(ক) নাসির মাহমুদ
(খ) আলাওল
(গ) সৈয়দ সুলতান
(ঘ) শাহ গরীবুল্লাহ
উত্তর:- (খ) আলাওল
প্রশ্ন:-১০। ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন? (৩৬তম বিসিএস]
(ক) দৌলত কাজী
(খ) মাগন ঠাকুর
(গ) সাবিরিদ খান
(ঘ) আলাওল
উত্তর:- (ঘ) আলাওল
প্রশ্ন:-১১। ‘পদ্মাবতী’ একটি- [বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ ১৬
(ক) অনুবাদ গ্রন্থ
(খ) মৌলিক গ্রন্থ
(গ) ভ্রমণ কহিনী
(ঘ) কোনোটিই নয়
উত্তর:- (ক) অনুবাদ গ্রন্থ
প্রশ্ন:-১২। ‘পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? (ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৪]
(ক) আরবি
(খ) ফারসি
(গ) উর্দু
(ঘ) হিন্দি
উত্তর:- (ঘ) হিন্দি
প্রশ্ন:-১৩। সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?
[পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯]
(ক) পদ্মাবতী
(খ) সয়ফলমুলক-বদিউজ্জামাল
(গ) তোফা
(ঘ) হপ্ত পয়কর
উত্তর:- (ক) পদ্মাবতী