রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ই অক্টোবর ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন ও অসাম্প্রদায়িক জীবনবোধের অসাধারণ এক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
- তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত।
- নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন তার স্ত্রী।
- তিনি ২১শে জুন ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর কাব্যগ্রন্থসমূহ
‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯) | ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১) |
‘মানুষের মানচিত্র’ (১৯৮৬) | ‘ছোবল’ (১৯৮৬) |
‘গল্প’ (১৯৮৭) | ‘মৌলিক মুখোশ’ (১৯৯০) |
অন্যান্য সাহিত্যকর্মসমূহ
কাব্যনাট্য | ‘বিষ বিরিক্ষের বীজ’ |
ছোট গল্প | ‘সোনালি শিশির |
বিখ্যাত গান | ‘ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।” |
বিখ্যাত কবিতা | ‘বাতাসে লাশের গন্ধ’ (জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন) |
আরো পড়ুন:- শহীদুল্লা কায়সার
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘সোনালী শিশির’ কোন ধরনের রচনা? (নৌপরিবহন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্র. কর্মকর্তা: ১৩)
(ক) প্রবন্ধ
(খ) কবিতা
(গ) ছোটগল্প
ঘ) নাটক
উত্তর:- (গ) ছোটগল্প
প্রশ্ন:-২। ‘মানুষের মানচিত্র’ কবিতাটির রচয়িতা কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
প্রশাসনিক কর্মকর্তা: ১৩ )
(ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
(খ) সৈয়দ শামসুল হক
(গ) আনিস চৌধুরী
(ঘ) আল মাহমুদ
উত্তর:- (ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
প্রশ্ন:-৩। নিচের কোনটি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা কবিতা-
(ক) মহাপৃথিবী
(খ) বঙ্গবাণী
(গ) দুই বিঘা জমি
(ঘ) ফিরে চাই স্বর্ণগ্রাম
উত্তর:- (ঘ) ফিরে চাই স্বর্ণগ্রাম