সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায় ১৮৩৪ সালে চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সাংবাদিক, লেখক ও পণ্ডিত।

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাসধর্মী ভ্রমণকাহিনী ‘পালামৌ’ । গ্রন্থটি প্রথম ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রকাশিত হয়।

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম

গল্পগ্রন্থরামেশ্বরের অদৃষ্ট, দামিনী
উপন্যাস:জলপ্রতাপ চাঁদ, মাধবীলতা
ভ্রমণকাহিনীপালামৌ
প্ৰবন্ধ:সৎকার ও বাল্য বিবাহ, যাত্রা

আরো পড়ুন:সুকান্ত ভট্টাচার্য

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘পালামৌ’ ভ্রমণকাহিনী কার লেখা? [৩২ তম বিসিএস]

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) সঞ্জীব চট্টোপাধ্যায়

(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর:- (গ) সঞ্জীব চট্টোপাধ্যায়

প্রশ্ন:-২।   ‘পালামৌ’ কোন ধরনের রচনা? [বাংলাদেশ কৃষি ব্যাংক – ১৭]

(ক) কাব্যগ্রন্থ

(খ) প্রহসন

(গ) আত্মজীবনী

(ঘ) ভ্রমণ কাহিনী

উত্তর:- (ঘ) ভ্রমণ কাহিনী

প্রশ্ন:-৩।   “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে”- এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

(ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে

(খ) বনের পশু বনে থাকতে ভালোবাসে

(গ) জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

(ঘ) প্রকৃতির রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম

উত্তর:- (গ) জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *