সুধীন্দ্রনাথ দত্ত ৩০ অক্টোবর, ১৯০১ সালে কলকাতার হাতিবাগানে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা পঞ্চপাণ্ডবের একজন এবং ক্লাসিক কবি হিসেবে পরিচিত।
- তিনি ‘পরিচয়’ ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক ছিলেন।
সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থসমূহ
প্রতিধ্বনি | ১৯৫৪ |
উত্তর ফাল্গুনী | ১৯৪০ |
‘সংবর্ত’ | ১৯৫৩ |
তন্বী’ | ১৯৩০ |
প্রতিদিন | ১৯৫৪ |
ক্রন্দসী | ১৯৩৭ |
দশমী’ | ১৯৫৬ |
অর্কেস্ট্রা | ১৯৩৫ |
অন্যান্য রচনা
প্রবন্ধ: | কাব্যের মুক্তি |
গদ্যগ্রন্থ: | স্বগত |
আরো পড়ুন:- হাসান হাফিজুর রহমান
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। কখনো উপন্যাস লেখেননি- (২৩তমবিসিএস)
(ক) নজরুল ইসলাম
(খ) জীবনানন্দ দাশ
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর:- (ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
প্রশ্ন:-২। “অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে” পঙ্ক্তির স্রষ্টা-
(জনতা ব্যাংকের অফিসার : ২০)
(ক) জীবনানন্দ দাশ
(খ) সুধীন্দ্রনাথ দত্ত
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) আহসান হাবীব
উত্তর:- (খ) সুধীন্দ্রনাথ দত্ত