সুফিয়া কামাল ১৯১১ সালের ২০শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস- কুমিল্লায় । তিনি ছিলেন কবি, লেখিকা, সমাজসেবক, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁকে ‘জননী সাহসিকা’ বলা হয়।
- বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি সুফিয়া কামাল।
- তিনি ‘মহিলা পরিষদ’ এর প্রতিষ্ঠাতা ছিলেন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন।
- তিনি ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- সুফিয়া কামালের প্রথম কাব্য- ‘সাঁঝের মায়া’। এটি ১৯৩৮ সালে প্রকাশিত হয়।
- সুফিয়া কামালের প্রথম গল্প – ‘সৈনিক বধূ’। এটি ১৯২৩ সালে তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।
- সুফিয়া কামালের প্রথম কবিতা – ‘বাসন্তী। এটি ১৯২৬ সালে সাওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
সুফিয়া কামাল এর কাব্যগ্রন্থ
‘সাঁঝের মায়া’ (১৯৩৮) | ‘মোর জাদুদের সমাধি পরে’ (১৯৭২) |
‘মায়া কাজল’ (১৯৫১) | ‘মন ও জীবন’ (১৯৫৭) |
‘শান্তি ও প্রার্থনা’ (১৯৫৮) | ‘উদাত্ত পৃথিবী’ (১৯৬৪) |
‘দিওয়ান’ (১৯৬৬) | ‘অভিযাত্রিক’ (১৯৬৯) |
‘মৃত্তিকার ঘ্রাণ’ (১৯৭০) |
সুফিয়া কামাল এর অন্যান্য রচনাবলি
স্মৃতিকথা | ‘একাত্তরের ডায়েরি’ (১৯৮৯) |
শিশুতোষ গ্রন্থ | ‘ইতল বিতল’ (১৯৬৫), ‘নওল কিশোরের দরবারে’ (১৯৮২) |
কবিতা | ‘রূপসী বাংলা’ ‘তাহারেই পড়ে মনে’ |
গল্প | ‘কেয়ার কাঁটা’ (১৯৩৭) |
ভ্রমণকাহিনী | ‘সোভিয়েতের দিনগুলো’ (১৯৬৮) |
আত্মজীবনী | ‘একালে আমাদের কাল’ (১৯৮৮) |
পদক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৬২) | একুশে পদক’ (১৯৭৬) |
‘বেগম রোকেয়া পদক’ (১৯৯২) | ‘স্বাধীনতা পুরস্কার’ (১৯৯৭) |
আরো পড়ুন:- স্বর্ণকুমারী দেবী