কবি সুফিয়া কামাল

সুফিয়া কামাল

সুফিয়া কামাল ১৯১১ সালের ২০শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস- কুমিল্লায় । তিনি ছিলেন কবি, লেখিকা, সমাজসেবক, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁকে ‘জননী সাহসিকা’ বলা হয়।

  • বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি সুফিয়া কামাল।
  • তিনি ‘মহিলা পরিষদ’ এর প্রতিষ্ঠাতা ছিলেন।
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন।
  • তিনি ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
  • সুফিয়া কামালের প্রথম কাব্য- ‘সাঁঝের মায়া’। এটি ১৯৩৮ সালে প্রকাশিত হয়।
  • সুফিয়া কামালের প্রথম গল্প – ‘সৈনিক বধূ’। এটি ১৯২৩ সালে তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।
  • সুফিয়া কামালের প্রথম কবিতা – ‘বাসন্তী। এটি ১৯২৬ সালে সাওগাত পত্রিকায় প্রকাশিত হয়।

সুফিয়া কামাল এর কাব্যগ্রন্থ

‘সাঁঝের মায়া’ (১৯৩৮)‘মোর জাদুদের সমাধি পরে’ (১৯৭২)
‘মায়া কাজল’ (১৯৫১)‘মন ও জীবন’ (১৯৫৭)
‘শান্তি ও প্রার্থনা’ (১৯৫৮)‘উদাত্ত পৃথিবী’ (১৯৬৪)
‘দিওয়ান’ (১৯৬৬)‘অভিযাত্রিক’ (১৯৬৯)
‘মৃত্তিকার ঘ্রাণ’ (১৯৭০)

সুফিয়া কামাল এর অন্যান্য রচনাবলি

স্মৃতিকথা‘একাত্তরের ডায়েরি’ (১৯৮৯)
শিশুতোষ গ্রন্থ‘ইতল বিতল’ (১৯৬৫), ‘নওল কিশোরের
দরবারে’ (১৯৮২)
কবিতা‘রূপসী বাংলা’ ‘তাহারেই পড়ে মনে’
গল্প‘কেয়ার কাঁটা’ (১৯৩৭)
ভ্রমণকাহিনী‘সোভিয়েতের দিনগুলো’ (১৯৬৮)
আত্মজীবনী‘একালে আমাদের কাল’ (১৯৮৮)

পদক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৬২)একুশে পদক’ (১৯৭৬)
‘বেগম রোকেয়া পদক’ (১৯৯২)‘স্বাধীনতা পুরস্কার’ (১৯৯৭)

আরো পড়ুন:- স্বর্ণকুমারী দেবী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *