সোমেন চন্দ ২৪মে, ১৯২০ খ্রিষ্টাব্দে নরসিংদী জেলার পলাশের বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ। তিনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক রাজনীতিবিদ, বাংলার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ।
- তিনি ৮ মার্চ ১৯৪২ সালে আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন।
- সোমেন চন্দ রচিত উপন্যাস– বন্যা
সোমেন চন্দ রচিত গল্প
ইঁদুর | দাঙ্গা |
সংকেত | স্বপ্ন |
সোমেন চন্দ রচিত গ্রন্থসমূহ
‘শিশু তপন’ (১৯৩৭) | ‘সংকেত ও অন্যান্য গল্প’ (১৯৪৩) |
‘বনস্পতি ও অন্যান্য গল্প’ (১৯৪৪) |
আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? ৩৫তম বিসিএস
(ক) আবুল হাসান
(খ) হুমায়ূন কবির
(গ) সোমেন চন্দ
(ঘ) কল্যাণ মিত্র
উত্তর:- (গ) সোমেন চন্দ
প্রশ্ন:-২। ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোটগল্পের নাম?
(ক) হুমায়ুন আহমেদ
(খ) সোমেন চন্দ
(গ) শহীদুল জহির
(ঘ) হাসান আজিজুল হক
উত্তর:- (খ) সোমেন চন্দ