হরপ্রসাদ শাস্ত্রীর

হরপ্রসাদ শাস্ত্রী

হরপ্রসাদ শাস্ত্রী ৬ ডিসেম্বর, ১৮৫৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, বহুভাষাবিদ এবং বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।

  • সংস্কৃত কলেজ থেকে  প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় তাকে ‘শাস্ত্রী’ উপাধি দেওয়া হয

উপাধি

মহামহোপাধ্যায় ১৮৯৮
সি.আ.ই১৯১১
ডি.লিট (ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে)১৯২৭

গ্রন্থসমূহ

কাঞ্চনমালামেঘদুত
প্রাচীন বাংলার গৌরববাঙ্গালা ব্যাকরণ
বেণের মেয়েবাল্মীকির জয়
বৌদ্ধ গান ও দোহাবৌদ্ধধর্ম
সচিত্র রামায়ণ

আরো পড়ুন:- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী? [৪৩তম বিসিএস]

(ক) পণ্ডিত

(খ)  বিদ্যাসাগর

(গ) শাস্ত্রজ্ঞ

(ঘ) মহামহোপাধ্যায়

উত্তর:- (ঘ) মহামহোপাধ্যায়

প্রশ্ন:-২।  বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক? (১৭তম বিসিএস)

(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী

(গ) রমেশচন্দ্র দত্ত

(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

উত্তর:- (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

প্রশ্ন:-৩।  হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার

নাম হল- (সমাজসেবা অধিদপ্তরের সমাজ সংগঠক: ০৫/

(ক) চর্যাপদাবলি

(খ) হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

(গ) চর্যাচর্যবিনিশ্চয়

(ঘ) চর্যাগীতিকা

উত্তর:- (খ) হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

প্রশ্ন:-৪।  হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন- | (শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা: ০৯)

(ক) তিব্বত, নেপাল

(খ) কাশী, বেনারস

(গ) ভুটান, সিকিম

(ঘ) বোম্বে, জয়পুর

উত্তর:- (ক) তিব্বত, নেপাল

প্রশ্ন:-৫।  বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত ‘চর্যাপদ কে সম্পাদনা করেন? (প্রাথমিক পরীক্ষা: ১২)

(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(খ) শ্রী হরপ্রসাদ শাস্ত্রী

(গ) ড. দীনেশচন্দ্র সেন  

(ঘ) শ্রী হরলাল রায়

উত্তর:- (খ) শ্রী হরপ্রসাদ শাস্ত্রী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *