মহাকবি কায়কোবাদ

কায়কোবাদ

মহাকবি কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম কবি ।

  • কায়কোবাদ বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা।
  • কায়কোবাদের বিখ্যাত কবিতা ‘আযান’
  • কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য ‘মহাশ্মশান’
  • ১৯২৫ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন,  উপাধি প্রদান করেন।

কায়কোবাদের কাব্যগ্রন্থ

বিরহবিলাপঅশ্রুমালা
মহরম শরীফশিবমন্দির
অমিয়ধারাশ্মশানভস্ম
‘কুসুমকানন

কায়কোবাদের গ্রন্থসমূহ

প্রেমের ফুলপ্রেম পারিজাত
প্রেমের বাণীপাকের প্রেমের কুঞ্জ

আরো পড়ুন:- শামসুদ্দীন আবুল কালাম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *