কারক কাকে বলে
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। ‘কারক’ শব্দটির অর্থ – যা ক্রিয়া সম্পাদন করে।
বিভিন্ন প্রকার কারক-
কর্তৃকারক | কর্ম কারক |
করণ কারক | সম্প্রদান কারক |
অপাদান কারক | অধিকরণ কারক |
একটি বাক্যে ছয়টি কারকের উদাহরণ—
জামিল সাহেব প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন ।
জামিল সাহেব | কর্তৃসম্বন্ধ ( কে দেয় ) |
চাল | কর্ম সম্বন্ধ ( কি দেয় ) |
হাতে | করণ সম্বন্ধ ( কিসের দ্বারা দেয় ) |
গরিবদের | সম্প্রদান সম্বন্ধ ( কাকে দেয় ) |
ভাঁড়ার থেকে | অপাদান সম্বন্ধ ( কোথা হতে দেয় ) |
প্রতিদিন | অধিকরণ সম্বন্ধ ( কখন দেয় ) |
বিভক্তি কাকে বলে
বাক্যের মধ্যে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধন বা অর্থ প্রকাশে সহায়তার জন্য শব্দের শেষে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন:-
জেলেরা নদীতে মাছ ধরে। বাক্যটিতে জেলে+রা, নদী+তে, ধর+এ এখানে রা, তে, এ হচ্ছে বিভক্তি।
বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে মনে করা হয়।
বিভক্তির নাম | একবচন | বহুবচন |
প্রথমা | ০, অ, এ, (য়), তে, এতে | রা, এরা, গুলি (গুলো), গণ |
দ্বিতীয়া | ০, অ, কে, রে (এরে), এ, য়, তে। | দিগে, দিগকে, দিগেরে, *দের। |
তৃতীয়া | ০, অ, এ, তে, দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক। | দিগের দিয়া, দের দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়ে, গুলো দিয়ে, গুলি কর্তৃক, * দের দিয়ে । |
চুতুর্থী | ০, অ, কে, রে (এরে), এ, য়, তে। | দিগে, দিগকে, দিগেরে, *দের। |
পঞ্চমী | এ (য়ে, য়), হইতে, *থেকে, *চেয়ে, *হতে। | দিগ হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, *দের হতে, থেকে, *দের চেয়ে । |
ষষ্ঠী | র, এর। | দিগের, দের, গুলির, গণের, গুলোর। |
সপ্তমী | এ, (য়), য়, তে, এতে। | দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে |
কর্তৃকারক
ক্রিয়ার সঙ্গে ‘কে’ বা ‘কারা’ যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।
মেয়েরা ফুল তোলে। (কারা তোলে? মেয়েরা – কর্তৃকারক)। | খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা – কর্তৃকারক)। |
কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
প্রথমা শূন্য বা অ বিভক্তি | আবির বই পড়ে। |
দ্বিতীয়া বা কে বিভক্তি | রাকিবকে যেতে হবে। |
তৃতীয়া বা দ্বারা বিভক্তি | ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। |
ষষ্ঠী বা র বিভক্তি | আমার যাওয়া হয়নি । |
সপ্তমী বা এ বিভক্তি | গাঁয়ে মানে না, আপনি মোড়ল । পাগলে কী না বলে, ছাগলে কী না খায়৷ |
কর্মকারক
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
কর্ম দুই প্রকার : মুখ্য কর্ম, গৌণ কর্ম। যেমন—
বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
সাধারণত মুখ্য কর্ম কতুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি | আমাকে একখানা বই দাও। |
দ্বিতীয়া বা কে বিভক্তি রে বিভক্তি | তাকে বল। |
ষষ্ঠী বা র বিভক্তি | তোমার দেখা পেলাম না |
সপ্তমীর এ বিভক্তি | জিজ্ঞাসিবে জনে জনে। |
করণ কারক
‘করণ’ শব্দটির অর্থ : যন্ত্র, সহায়ক বা উপায় । ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয় ।
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক। যেমন –
‘জগতে কীর্তিমান হয় সাধনায়।’ (উপায় – সাধনা) | নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ –কলম) |
করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি | ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) |
তৃতীয়া বা দ্বারা বিভক্তি | লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। |
সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি | ফুলে ফুলে ঘর ভরেছে। |
সম্প্রদান কারক
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে।
বস্তু নয়— ব্যক্তিই সম্প্রদান কারক ।
সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার
চতুর্থী বা কে বিভক্তি | ভিখারিকে ভিক্ষা দাও। |
সপ্তমী বা এ বিভক্তি | সৎপাত্রে কন্যা দান কর। ‘অন্ধজনে দেহ আলো’। |
অপাদান কারক
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন-
বিরত | পাপে বিরত হও। |
জাত | খেজুর রসে গুড় হয় । জমি থেকে ফসল পাই । |
দূরীভূত | দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। |
গৃহীত | দুধ থেকে দই হয়। |
আরম্ভ | রবিবার থেকে পরীক্ষা শুরু |
ভীত | বাঘকে ভয় পায় না কে? |
বিচ্যুত : | মেঘ থেকে বৃষ্টি পড়ে। |
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি | ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।’ |
দ্বিতীয়া বা কে বিভক্তি | বাবাকে বড্ড ভয় পাই । |
ষষ্ঠী বা এর বিভিক্ত | যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় । |
সপ্তমী বা এ বিভক্তি | বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। |
অধিকরণ কারক
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’ ‘য়’ ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যথা—
আধার (স্থান) | এ বাড়িতে কেউ নেই । |
কাল (সময়) | প্রভাতে সূর্য ওঠে । |
অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ
প্রথমা বা শূন্য বিভক্তি | বাবা বাড়ি নেই । |
তৃতীয়া বিভক্তি | খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাব। |
পঞ্চমী বিভক্তি | বাড়ি থেকে নদী দেখা যায় ৷ |
সপ্তমী বা তে বিভক্তি | এ বাড়িতে কেউ নেই । |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসা কারক ও বিভক্তি সমূহ নিচে দেওয়া হলো।
কারক ও বিভক্তি নির্ণয়
# মা শিশুকে চাঁদ দেখাচ্ছে- চাঁদ কোন কারকে কোন বিভক্তি- কর্মে শূণ্য
# ভিক্ষুককে ভিক্ষা দাও- এখানে ভিক্ষুককে কোন কারকে কোন বিভক্তি – উত্তর:- সম্প্রদানে চতুর্থী
# ভোরে সূর্য উঠে- এখানে ভোরে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে দ্বিতীয়া
# সে চাকর দ্বারা রান্না করায়- এ বাক্যে চাকর দ্বারা কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- করণে তৃতীয়া
# পাপ হইতে বিরত হও- এখানে পাপ হইতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে পঞ্চমী
# ধোপাকে কাপড় দাও- এখানে ধোপাকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে ২য়
# শিকারি বিড়াল গোফেঁ চেনা যায়- এখানে গোঁফে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- করণে ৭মী
# ডাক্তার ডাক- এ বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে শূণ্য
# ডাক্তারকে ডাক- এ কাক্যে ডাক্তারকে ডাক কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে দ্বিতীয়া।
# পাগলে কি না বলে- ছাগলে কি না খায়- এ বাক্যে পাগলে এবং ছাগলে কোন কারক এবং কোন বিভক্তি? উত্তর;- কর্তৃকারকে ৭মী বিভক্তি
# অন্ধজনে দেহ আলো- এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- সম্প্রদানে ৭মী
# মেঘ থেকে বৃষ্টি পড়ে- এ বাক্যে মেঘ থেকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৫মী
# আমি ঢাকা যাবে- ঢাকা কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে শূণ্য
# এ বাড়িতে কেউ নেই- এখানে বাড়িতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে ৭মী
# পাখি সব করে রব, রাতি পোহাইল- এ বাক্যে পাখি কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃকারকে শূণ্য বিভক্তি
# কাননে কুসুম কলি সকলি ফুটিল- এ বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণ ৭মী
# রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়- এ বাক্যে রাখাল কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃকারকে শূণ্য বিভক্তি।
# বিপদে মোরে রক্ষা করো- বিপদে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৭মী
# দশে মিলে করি কাজ- এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃ কারকে ৭মী
# তিলে তৈল হয়- তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে সপ্তমী
# তিল হইতে তৈল হয়- তিল হইতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৫মী
# তিলে তৈল আছে- তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে ৭মী
# সমুদ্রে লবন আছে- এখানে সমুদ্রে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে ৭মী
# সৎপাত্রে কন্যা দান কর- সম্প্রদানে ৭মী
# দরিদ্র ধনীকে ঈর্ষা করে- ধনীকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- সম্প্রদানে ৪র্থী
# বাবাকে বড্ড ভয় পাই- বাবাকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ২য়া
# আকাশ মেঘে ঢাকা- মেঘে কোন কারকে কোন বিভক্তি? করণে ৭মী
# পাপে বিরত হও- পাপে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৭মী
# ধর্মের কল বাতাসে নড়ে- ধর্মের কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- করণে ৭মী
# মাতাপিতার সেবা কর –মাতাপিতার কোন কারকে কোন বিভক্তি? উত্তর:-সম্প্রদানে ৬ ষ্ঠী
# রতনে রতন চেনে- রতনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃকারকে ৭মী
# মায়ে ডাকে- মায়ে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:-কর্তৃকারকে ৭মী
# জীবে দয়া কর- জীবে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- সম্প্রদানে ৭মী
# বাঘকে কে না ভয় পায়- বাঘকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:-অপাদানে ২য়া
# ছাত্ররা ক্রিকেট খেলে- ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে শূণ্য
# গাড়ি ঢাকা ছাড়ল- ঢাকা কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে শূণ্য
# গাড়ি ঢাকা পোছালো- ঢাকা কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে শূণ্য
# টাকায় টাকা আনে- টাকায় কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৭মী
# শুক্রবার স্কুল বন্ধ- এখানে স্কুল কোন কারকে কোন বিভক্তি – কর্মে শূন্য
# শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ে, শিক্ষায় কোন কারক – অধিকরণ
# পুকুরে মাছ আছে- পুকুরে কোন কারক উত্তর:- অধিকরণে সপ্তমী
# কি সাহসে ওখানে গেলে, সাহসেশব্দটি কোনকারকেকোনবিভক্তি? – অপাদানে ৭মী
# ঝিনুক থেকে মুক্তা মেলে- এখানে ঝিনুক কোন কারক উত্তর:- অপাদানে ২য়া
# গুরুজনে ভক্তি কর, গুরুজনে কোন কারক – সম্প্রদান কারক
# বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি কোন কারকে কোন বিভক্তি – অধিকরণে পঞ্চমী
বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ