কোষ বিভাজন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ দুটি বা তার বেশি কোষে বিভক্ত হয়ে থাকে। কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ও বিকাশ ঘটে এবং বংশগতি সংরক্ষিত হয়।
কোষ বিভাজন প্রধানত দুই ধরনের:
মাইটোসিস: এই ধরনের কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়।মাইটোসিস কোষের দৈহিক বৃদ্ধি ও মেরামতের জন্য প্রয়োজনীয়।
মিয়োসিস: এই ধরনের কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষগুলি মাতৃকোষের মতোই সমান, তবে তাদের প্রতিটিতে মাতৃকোষের জিনগত উপাদানের অর্ধেক থাকে।
আরো পড়ুন:- কোষ কাকে বলে