ড. আহমদ শরীফ ১৩ ফেব্রুয়ারি, ১৯২১ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করে। তিনি ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ।
- তিনি ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক।
- তিনি ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯১ সালে একুশে পদক পান এবং ১৯৯৩ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি লাভ করেন।
- তিনি ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।
ড. আহমদ শরীফের প্রবন্ধগ্রন্থ
‘বিচিত চিন্তা’ (১৯৫৭, | ‘সাহিত্য সংস্কৃতি চিন্তা’ (১৯৬৯) |
‘স্বদেশ অন্বেষা’ (১৯৭০) | ‘জীবনে সমাজে সাহিত্য’ (১৯৭০) |
‘যুগ যন্ত্রণা’ (১৯৭৪), | ‘কালিক ভাবনা’ (১৯৭৪) |
‘বাঙালি ও বাঙলা সাহিত্য’ | ‘সময় সমাজ মানুষ’ (১৯৯৫) |
‘স্বদেশ চিন্তা’ (১৯৯৭), | ‘বিশ শতকের বাঙালি’ (১৯৯৮) |
আরো পড়ুন:- শেখ ফয়জুল্লাহ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি? (৩১তম বিসিএস]
(ক) ১৯৯৭
(খ) ১৯৯৯
(গ) ১৯৯৮
(ঘ) ২০০০
উত্তর:- (খ) ১৯৯৯
প্রশ্ন:-২। ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’ গ্রন্থের রচয়িতা হলেন-
(ক) মুহম্মদ শহীদুল্লাহ
(খ) সৈয়দ আলী আহসান
(গ) মুহম্মদ আবদুল হাই
(ঘ) আহমদ শরীফ
উত্তর:- (ঘ) আহমদ শরীফ
প্রশ্ন:-৩। আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি? (সহকারী থানা শিক্ষা অফিসার ১২)
(ক) লোকায়ত বাংলা
(খ) সাম্প্রদায়িকতা
(গ) বিচিত চিন্তা
(ঘ) বিচিত কথা
উত্তর:-(গ) বিচিত চিন্তা