বিরাম চিহ্নের ব্যবহার

বিরাম চিহ্ন | বিরাম চিহ্নের ব্যবহার

বিরাম চিহ্ন কাকে বলে বা বিরাম চিহ্ন বলতে কি বুঝায়

বিরামচিহ্ন হল লেখার সময় ব্যবহৃত কিছু নির্দিষ্ট চিহ্ন যা বাক্যের বিভিন্ন অংশকে পৃথক করতে এবং লেখার ভাব প্রকাশ করতে সাহায্য করে।

বিরাম চিহ্নের নাম, আকৃতি এবং বিরতির সময়

যতি চিহ্নের নামআকৃতিবিরতি
কমা,১ (এক) বলতে যে সময় প্রয়োজন ।
সেমিকোলন;১ বলার দ্বিগুণ সময়।
দাঁড়ি (পূর্ণচ্ছেদএক সেকেন্ড।
প্রশ্নবোধক চিহ্ন?
বিস্ময় ও সম্বোধন চিহ্ন!
কোলন:
ড্যাস_
কোলন ড্যাস:-
হাইফেনথামার প্রয়োজন নেই ।
ইলেক বা লোপ চিহ্নথামার প্রয়োজন নেই ।
উদ্ধরণ চিহ্ন“”‘এক’ উচ্চারণে যে সময় লাগে ।
ব্র্যাকেট (বন্ধনী চিহ্ন)() [ ]থামার প্রয়োজন নেই ।

যতি বা ছেদচিহ্নের ব্যবহার

কমা বা পাদচ্ছেদ (,) চিহ্নের ব্যবহার

  • বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন-
সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
  • পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে। যেমন—
সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প
  • জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে যেমন—
যে মিথ্যা বলে সে বিপদে পড়েকাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত।
  • সম্বোধনের পরে কমা বসাতে হয়। যেমন—
ওহে মাঝি, এদিকে এসোরশিদ, এদিকে এসো।
  • উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসাতে হবে। যেমন—
শিক্ষক বললেন, “সদা সত্য কথা বলিবে”সাহেব বললেন, “ছুটি পাবেন না।”
  • মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসবে। যেমন-
১৫-ই বৈশাখ, রোববার, ১৪৩০১৬ই ফাল্গুণ, শুক্রবার, ১৪২৮ সন
  • বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন—
৩৬, পাথরঘাটা, মুসলিম রোড, চট্টগ্রাম।৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
  • নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে। যেমন-
ডক্টর হাসান এম.বি.এস।ডক্টর মুহম্মদ এনামুল হক, এম.এ. পি-এইচ.ডি।

সেমিকোলন ( 😉 চিহ্নের ব্যবহার

  • কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যথা—
সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?

দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (।) চিহ্নের ব্যবহার

  • বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা—
বাংলাদেশ আমাদের জন্মভূমি।শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।

প্রশ্নবোধক চিহ্নের (?) ব্যবহার

  • বাক্যে কোনোকিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন-
তুমি কি কাল ঢাকা যাবে?সে কি যাবে?

বিস্ময় ও সম্বোধন চিহ্নের (!) ব্যবহার

  • হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এ সম্বোধন পদের পরে (!) চিহ্নটি বসে। যেমন-
মানে কি! তুমি এখন চলে যাবে!আহা! কী চমৎকার দৃশ্য ।

কোলন (:) চিহ্নের ব্যবহার

একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন-

সভায় সাব্যস্ত হলো : একমাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

ড্যাস চিহ্ন (—) চিহ্নের ব্যবহার

যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়। যেমন-

যিনি গতকাল এসেছিলেন-তিনি আমার চাচা।তোমরা দরিদ্রের উপকার কর- এতে তোমাদের সম্মান যাবে না-বাড়বে।

কোলন ড্যাস (:-) চিহ্নের ব্যবহার

উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাস চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। যেমন—

অর্থানুসারে শব্দ তিন প্রকার:- যৌগিক,রূঢ় ও যৌগরূঢ় শব্দ।পদ পাঁচ প্রকার:-বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া ।

হাইফেন বা সংযোগ চিহ্নের (-) ব্যবহার

সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের ব্যবহার হয়। যেমন—

আমাদের প্রীতি-উপহার।এ আমাদের শ্র্রদ্ধা-অভিন্দন

ইলেক (‘) বা লোপ চিহ্নের ব্যবহার

কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য (‘) লোপচিহ্ন দেওয়া হয় । যেমন-

পাগড়ি বাঁধা যাচ্ছে কারা? (কা’রা=কাহারা)মাথার ‘পরে জ্বলছে রবি (‘পরে=ওপরে)

উদ্ধরণ চিহ্ন (“ ”) চিহ্নের ব্যবহার

বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা-

বাবা বললেন, “মিথ্যা কথা বলা ভাল নয়।”শিক্ষক বললেন, “গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে।”

ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন ( ), { }, চিহ্নের ব্যবহার

এই তিনটি চিহ্নই গণিতশাস্ত্রে ব্যবহৃত হয়। তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন –

জাহাঙ্গিরনগর (বর্তমানে ঢাকা ) তিনি জন্মগ্রহণ করেন।

ব্যাকরণিক চিহ্নের ব্যবহার

বিশেষভাবে ব্যাকরণে নিম্নলিখিত চিহ্নগুলো ব্যবহৃত হয় ।

পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে > চিহ্ন :গঙ্গা > গাঙ ৷
ধাতু বোঝাতে (√) চিহ্ন :√স্থা =স্থা ধাতু।
সমানবাচক বা সমস্তবাচক বোঝাতে সমান (=) চিহ্ন :নর ও নারী = নরনারী।
পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে < চিহ্ন :জাদরেল < জেনারেল

আরো পড়ুন:- ব্যাকরণ কাকে বলে | বাংলা ব্যাকরণ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *