ভারতের রাজধানীর নাম- নতুন দিল্লি
ভারতের রাজ্য সংখ্যা হচ্ছে- ২৯ টি
ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তাই ১৫ আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। ভারতের সংবিধঅন বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান।
ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী
পশ্চিমবঙ্গের রাজধানী- কলকাতা
উত্তর প্রদেশর রাজধানী- লক্ষ্ণৌ
ত্রিপুরার রাজধানী – আগরতলা
তেলেঙ্গানার রাজধানী- হায়দ্রাবাদ
তামিল নাড়ুর রাজধানী- চেন্নাই
রাজস্থানের রাজধানী- জয়পুর
পাঞ্জারেব- চণ্ডীগড়
উড়িষ্যার রাজধানী- ভুবনেশ্বর
মিজোরামের রাজধানী- আইজল
মেঘালয়ের রাজধানী- শিলং
মণিপুর এর রাজধানী- ইম্ফল
মহারাষ্ট্র প্রদেশের রাজধানী- মুম্বই (গ্রীষ্ম) নাগপুর (শীত)
মধ্য প্রদেশের রাজধানী- ভোপাল
ঝাড়খণ্ড এর রাজধানী- রাঁচি
জম্মু ও কাশ্মীরের রাজধানী- শ্রীনগর (গ্রীষ্ম) জম্মু (শীত)
হিমাচল প্রদেশর রাজধানী- শিমলা
হরিয়ানার রাজধানী- চণ্ডীগড়
গুজরাটের রাজধানী- গান্ধীনগর
আসামের রাজধানী- দিসপুর
বিহারের রাজধানী- পাটনা
অরুণাচল প্রদেশের রাজধানী- ইটানগর
অন্ধ্রপ্রদেশের রাজধানী- হায়দ্রাবাদ
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে- ভারত নাকি ভুটান?