সেলিনা হোসেন এর উপন্যাস

সেলিনা হোসেন

সেলিনা হোসেন ১৪ই জুন ১৯৪৭ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, নারীমুক্তি তাঁর উপন্যাসের মূল বিষয়। তাঁর রচিত উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো- হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, চাঁদবেনে, পোকামাকড়ের ঘরবসতি, ইত্যাদি।

  • তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়  পড়ার সময় ‘পূবালী’ পত্রিকায় তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়।
  • বাংলা একাডেমির ‘ধান শালিকের দেশ পত্রিকাটি  সম্পাদনা করেন।
  • ১৯৯৭ সালে তিনি বাংলা একাডেমির পরিচালক নিযুক্ত হন এবং ২০০৪ সালে  অবসর গ্রহণ করেন।

পুরস্কার

ড: মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার – (১৯৮০)
চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭)ফিলিপস্ সাহিত্য পুরস্কার - ১৯৯৪
ভাষা ও সাহিত্যে একুশে পদক - ২০০৯ সাহিত্যে স্বাধীনতা পুরস্কার - ২০১৮

সেলিনা হোসেন এর প্রবন্ধসমূহ

‘স্বদেশে পরবাসী’ (১৯৮৫)‘একাত্তরে ঢাকা’ (১৯৯০)
‘নির্ভয় করো হে’ (১৯৯৮)‘মুক্ত করো ভয়’ (২০০২)
‘ঘর গেরস্থির রাজনীতি’ (২০০৭)

সেলিনা হোসেন এর গল্পগ্রন্থ

‘উৎস থেকে নিরন্তর’ (১৯৬৯)‘পরজন্ম’ (১৯৮৬)
‘মানুষটি’ (১৯৯৩)‘মতিজানের মেয়েরা’ (১৯৯৫)
‘অনূঢ়া পূর্ণিমা’ (২০০০)‘নারীর রূপকথা’ (২০০৭)

সেলিনা হোসেন এর উপন্যাস

‘জলোচ্ছ্বাস’ (১৯৭২)‘হাঙর নদী গ্রেনেড’ (১৯৭৬)
‘যাপিত জীবন’ (১৯৮১)‘পোকামাকড়ের ঘরবসতি’ (১৯৮৬)
‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ (১৯৮৭)‘কাঁটাতারে প্রজাপতি’ (১৯৮৯)
‘কাকতাড়ুয়া’ (১৯৯৬)‘কাঠকয়লার ছবি’ (২০০১)
‘যুদ্ধ’ (১৯৯৮)‘মগ্ন চৈতন্যে শিস’ (১৯৭৯)
‘নীল ময়ূরের যৌবন (১৯৮২)‘চাঁদবেনে’ (১৯৮৪)
‘কালকেতু ও ফুল্লরা’ (১৯৯২), ‘ভালোবাসা প্রীতিলতা’ (১৯৯২)
‘পদশব্দ’ (১৯৯২)‘টানাপোড়েন’ (১৯৯৪)
‘লারা’ (২০০০)‘মোহিনীর বিয়ে’ (২০০২)
‘আণবিক আঁধার’ (২০০৩)‘ঘুমকাতুরে ঈশ্বর’ (২০০৪)
‘মর্গের নীল পাখি’ (২০০৫)‘অপেক্ষা’ (২০০৭)
‘পূর্ণছবির মগ্নতা’ (২০০৮)‘যমুনা নদীর মুশায়রা’ (২০০৯)
‘গেরিলা ও বীরাঙ্গনা’ (২০১৪)ত্রয়ী উপন্যাস: ‘গায়ত্রী সন্ধ্যা

আরো পড়ুন:- সেলিম আল দীন

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘হাঙর নদী গ্রেনেড’ এর রচয়িতা কে? (সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর- ১১)

(ক) নাসরিন জাহান

(খ) ববিতা

(গ) রাইসুল ইসলাম আসাদ

(ঘ)  সেলিনা হোসেন

উত্তর:- (ঘ)  সেলিনা হোসেন

প্রশ্ন:-২।   ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে?

(ক) রাবেয়া খাতুন

(খ) সেলিনা হোসেন

(গ) রিজিয়া রহমান

 (ঘ)  সেলিনা হোসেন

উত্তর:-  (ঘ)  সেলিনা হোসেন

প্রশ্ন:-৩।  ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম-

(ক)  সুফিয়া কামাল

(খ)  রাবেয়া খাতুন

(গ) পান্না কায়সার

ঘ) সেলিনা হোসেন

উত্তর:- ঘ) সেলিনা হোসেন

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *