হাসান হাফিজুর রহমানের

হাসান হাফিজুর রহমান

হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালের ১৪ই জুন  জামালপুর জেলার কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভাষা- আন্দোলনের একজন অসাধারণ সংগঠক।

  • ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং ১৯৫৫ সালে বাংলায় এম. এ. ডিগ্রি লাভ করেন।
  • ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
  • ১৯৫৩ সালে তাঁর সম্পাদিত একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি বিস্ময়কর আলোড়ন সৃষ্টি করে।
  • ১৯৮৩ সালের ১লা এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন ।

পুরস্কার

তিনি ‘আদমজী সাহিত্য পুরস্কার’ (১৯৬৭)‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৭১)
একুশে পদক’- (১৯৮৪)

হাসান হাফিজুর রহমান এর কাব্যগ্রন্থ

‘বিমুখ প্রান্তর’ (১৯৬৩)‘যখন উদ্যত সঙ্গীন’ (১৯৭২)
‘আর্ত শব্দাবলী’ (১৯৬৮)‘অন্তিম শরের মতো’ (১৯৬৮)
‘শোকার্ত তরবারী’ (১৯৮২)‘ভবিতব্যের বাণিজ্য তরী’ (১৯৮৩)

প্রবন্ধ

‘আধুনিক কবি ও কবিতা’ (১৯৬৫)‘মূল্যবোধের জন্য’ (১৯৭০)
‘আলোকিত গহবর’ (১৯৭৭)‘সাহিত্য প্রসঙ্গ’ (১৯৭৩)

অন্যান্য রচনা

গল্প‘আরো দু’টি মৃত্যু’
ভ্রমণকাহিনী‘সীমান্ত শিবিরে

আরো পড়ুন:- হুমায়ূন আহমেদ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *