আলাউদ্দিন আল আজাদের উপন্যাস

আলাউদ্দিন আল আজাদ

আলাউদ্দিন আল আজাদ ১৯৩২ সালের ৬ মে,  নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আলাউদ্দিন, ডাকনাম– বাদশা। তিনি ছিলেন প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক।

  • তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ‘একুশের প্রথম বুলেটিন’ তাঁর উদ্যোগেই প্রথম প্রকাশিত হয়।
  • তিনি  ২০০৯ সালের ৩ জুলাই, মৃত্যুবরণ করেন।

পুরস্কার

একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৪)ইউনেস্কো পুরস্কার (১৯৬৫)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ (১৯৭৭)একুশে পদক (১৯৮৬)

আলাউদ্দিন আল আজাদের গল্পগ্রন্থ

‘জেগে আছি’ (১৯৫০)‘ধানকন্যা’ (১৯৫১)
‘অন্ধকার সিঁড়ি’ (১৯৫৩)‘মৃগনাভি’ (১৯৫৩)
‘উজান তরঙ্গে’ (১৯৬৩)‘যখন সৈকত’ (১৯৬৭)
‘আমার রক্ত স্বপ্ন আমার’ (১৯৭৫)‘জীবনজমিন’ (১৯৮৮)।

আলাউদ্দিন আল আজাদের উপন্যাসসমূহ

‘তেইশ নম্বর তৈলচিত্র’ (১৯৬০)‘কর্ণফুলী’ (১৯৬২)
‘ক্ষুধা ও আশা’ (১৯৬৪)‘শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন’ (১৯৬২)
‘খসড়া কাগজ’ (১৯৮৬)‘শ্যামল ছায়ার সংবাদ’ (১৯৮৬)
‘জ্যোত্স্নার অজানা জীবন’ (১৯৮৬)‘যেখানে দাঁড়িয়ে আছি’ (১৯৮৬),
‘স্বাগতম ভালোবাসা’ (১৯৯০)‘অপর যোদ্ধারা’ (১৯৯২)
‘পুরানা পল্টন’ (১৯৯২)‘অন্তরীক্ষে বৃক্ষরাজী’ (১৯৯২)
‘স্বপ্নশিলা’ (১৯৯২)‘ক্যাম্পাস’ (১৯৯৪)
‘প্রিয় প্রিন্স’ (১৯৯৫) ‘বিশৃঙ্খলা’ (১৯৯৭)।

আলাউদ্দিন আল আজাদের কাব্যগ্রন্থ

‘মানচিত্র’ (১৯৬১)‘ভোরের নদীর মোহনায় জাগরণ’ (১৯৬২)
‘লেলিহান পাণ্ডুলিপি’ (১৯৭৫)‘সাজঘর’ (১৯৯০)
চোখ’ (১৯৯৬)

আলাউদ্দিন আল আজাদের নাটক

‘মরক্কোর জাদুঘর’ (১৯৫৯)‘মায়াবী প্রহর’ (১৯৬৩)
‘ধন্যবাদ’ (১৯৬৫)‘নিঃশব্দ যাত্রা’ (১৯৭২)
‘হিজল কাঠের নৌকা’(১৯৭৬)‘নরকে লাল গোলাপ’ (১৯৭২)
সংবাদ শেষাংশ’

প্রবন্ধ

শিল্পীর সাধনা’ (১৯৫৮)‘ফেরারী ডায়েরী’ (১৯৭৮)

কাব্যনাট্য

‘ইহুদির মেয়ে’ (১৯৬২)রঙ্গিন মুদ্রারাক্ষস’ (১৯৯৪)

আরো পড়ুন:- শামসুদ্দীন আবুল কালাম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *