interview questions and Answers

ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর ইংরেজিতে

ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন ইংরেজিতে করলে উত্তর ইংরেজিতে দেওয়া উচিত। এখানে ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন এবং উত্তর ইংরেজি এবং বাংলা দুটিতে দেওয়া আছে।

নতুনদের চাকরির ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর।

Ex:- May I come in sir? = আমি কি ভিতরে আসতে পারি, স্যার?

Sir:- Yes, come in please. =  হ্যাঁ, ভিতরে আসুন।

Ex:- Thank you, sir.=  ধন্যবাদ, স্যার।

Sir:- Take your seat please. are you Mr. Jamal? = বসুন। আপনি কি মিঃ জামাল?

Ex:- Yes sir, I am. = হ্যাঁ স্যার, আমি।

Sir:- Would you please show your educational certificates and testimonials in original? = আপনি কি দয়া করে আপনার আসল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও প্রশংসাপত্র দেখাতে পারবেন?

Ex:- Of course, here it is.= অবশ্যই, এই যে দেখুন ।

Sir:- Have you any previous experience? =  আপনার কি আগের কোনো অভিজ্ঞতা আছে?

Ex:- Sorry, I have no previous experience. = দুঃখিত, আমার কোন পূর্ব অভিজ্ঞতা নেই ।

Sir:- Why are you so interested in this job?-  = আপনি এই কাজে এত আগ্রহী কেন?

Ex:- I am interested in this job because it particularly seems to call for the qualification that I have.= আমি এই কাজে আগ্রহী, কারন এ কাজের জন্য যে শিক্ষাগত যোগ্যতার দরকার তা আমার আছে।

Sir:- Well, Mr. Jamal, we want a man who had initiative and faculty for management. Do you think you are the right man?= আচ্ছা মিঃ জামাল, আমরা এমন একজন লোক চাই যার নিষ্ঠা আছে এবং পরিচালনা করার শক্তি আছে। আপনি কি মনে করেন এর জন্য আপনি যোগ্য ব্যাক্তি?

Ex:- I think so Anyway, I would like to prove my ability. Hope you will kindly give me a chance.= আমি অবশ্যই তা মনে করি। তবে তা কাজের মধ্যে দিয়ে আমি আমার যোগ্যতার প্রমান দিতে চাই। আশা করি আমাকে একটু সুযোগ দেবেন।

Sir:- By the by Mr. Jamal, what is your idea about politics?= আচ্ছা মিঃ জামাল, রাজনীতি সম্পর্কে আপনার মত কি?

Ex:- Nowadays anybody living in a society can’t avoid politics. But I don’t like active politics. = আজকের দিনে কেউ রাজনীতিকে এড়িয়ে চলতে পারে না। তবে আমি সক্রিয় রাজনীতি পছন্দ করি না ৷

Sir:- That’s all, Mr. Jamal. Thank you.= আমার আর কিছু জানার নেই, মিঃ জামাল। ধন্যবাদ।

Ex:- You are Welcome.

হিসাবরক্ষক পদের চাকরির ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর

Ex:- may I come in?  ( আমি কি আসতে পারি? )

Sir:- Yes, Come in.  ( জ্বি আসুন। )

Ex:- Thank You.  ( ধন্যবাদ )

Sir:- Did you bring your CV Mr. Rana ?  ( মিস্টার রানা, আপনি কি আপনার সিভি টি এনেছেন? )

Ex- Yes Sir, here it is.  ( জ্বী স্যার! এইযে। )

Sir:- Thank You.- Okay, Mr. Rana. Please tell us about yourself. ( ধন্যবাদ আপনার ব্যাপারে কিছু বলুন। )

Ex:- I grew up in Chittagong and studied accounting. I worked at an accounting firm for two years and I enjoy bicycling and jogging. ( আমি চট্টগ্রামে বড় হয়েছি এবং অ্যাকাউন্টিং নিয়ে পড়াশুনো করেছি । আমি একটি অ্যাকাউন্টিং ফার্মে দুই বছর ধরে চাকরি করছি এবং সাইকেল চালাতে ও জগিং করতে খুব ভালবাসি। )

Sir:- Do you have your certificates with you?  ( আপনি কি আপনার সাথে সার্টিফিকেট নিয়ে এসেছেন? )

Ex- Yes! Here it is.  ( জী! এই যে। )

Sir:- Okay! Everything looks fine. What are your short term goals? ( ওকে! সবকিছু ঠিক আছে।  আপাতত আপনার লক্ষ কী? )

Ex:- My short term goal is to find a position where I can use the  knowledge and strengths that I have. I want to partake in the growth and success of the company I work for. ( আপাতত নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমার শিক্ষা এবং সামর্থ্যকে কাজে লাগাতে পারি। আমি সংস্থার উন্নতি এবং সাফল্যে সব রকমভাবে অংশগ্রহণ করতে চাই । )

Sir:- When can you join us? ( আপনি আমাদের সাথে কবে থেকে কাজ শুরু করতে পারবেন? )

Ex- Anytime soon. ( যেকোনো সময় থেকে। )

Sir:-  Okay, so what is your expected salary, Rana? ( ওকে রানা। তোমার প্রত্যাশিত বেতন কত?)

Ex- Sir I would like to have 40,000 ( স্যার, আমি 40 হাজার টাকা আশা করছি। )

Sir:- But we usually offer 35,000 for this position ( কিন্তু সাধারণত এই পদের জন্য আমরা ৩৫,০০০ টাকা দিয়ে থাকি। )

Ex- Sir, I have two years’ experience of working at a accounting firm.  I used to get, 35000 there. So, I think 40,000 would be a good deal for me. ( স্যার, আমার ২ বছরের অভিজ্ঞতা আছে একটি অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করার। সেখানেই আমি ৩৫,০০০ পেতাম, তাই 4০,০০০ আমার জন্য ভালো হবে। )

Sir:-  Okay we’ll consider. If you’re selected, we’ll call you very soon and inform you about the joining date!  ( ঠিক আছে, আমরা বিবেচনা করবো। আপনি যদি নির্বাচিত হন, খুব শ্রীঘই আপনার সাথে যোগাযোগ করে জয়েনিং ডেট জানিয়ে দিবো। )

Ex:-  Thank You Sir ( ধন্যবাদ স্যার। )

Sir- You are Welcome ( আপনাকেও ধন্যবাদ )

মার্কেটিং এর চাকরির ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর।

মার্কেটিং এর চাকরির ভাইবা বোর্ডে সাধারণত যে সকল প্রশ্ন করা হয়ে থাকে তার একটি নমুনা দেওয়া হলো।

Ex: May I come in, sir? ( আমি কি ভিতরে আসতে পারি? )

Sir: Yes, come in, please have a sit. ( জ্বি আসুন, বসুন। )

Ex: thank you, Sir. ( ধন্যবাদ, স্যার)

Sir: What are your Educational qualifications? ( আপনার শিক্ষাগত যোগ্যতা কি? )

Ex: I’m an MBA in Marketing Department. ( আমি মার্কেটিং এ মাষ্টার্স। )

Sir: Do you have any experience? ( আপনার কোন অভিজ্ঞতা আছে? )

Ex: Yes sir, I worked in a pharmaceutical company. ( জ্বি স্যার, আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে চাকরি করেছি।)

Sir: Why did you give up your previous job? ( পুরনো চাকরিটি ছাড়লেন কেন? )

Ex: Actually, In order to expand my skill set and experience I left the previous job. ( আসলে, আমি আমার দক্ষতা ও অভিজ্ঞতা সম্প্রসারণের উদ্দেশ্যে চাকরিটি পরিবর্তন করতে চাচ্ছি। )

Sir: Do you have any computer skill? ( আপনার কোন কম্পিউটার দক্ষতা আছে? )

Ex: Yes sir, I’m skilled in Microsoft office application. ( জ্বি স্যার, আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষ । )

Sir: Why do you interested to work in this company? ( আপনি এই কোম্পানীতে কাজ করতে কেন আগ্রহী? )

Ex: I am interested to work with this company because this is one of the renowned companies of corporate sector in the Asia at present. ( আমি এই কোম্পানীতে কাজ করতে আগ্রহী কারণ, বর্তমানে এটা এশিয়ার কর্পোরেট সেক্টরের প্রখ্যাত কোম্পানীগুলোর মধ্যে একটি। )

Sir: How do you handle important decisions? ( গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনি কতোটা বিচক্ষণ? )

Ex: Every time I give value to my commitment and believe in hard work ( সবসময় আমি আমার দেয়া প্রতিশ্রুতির মূল্যায়ন করি এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। )

Sir: What are your salary expectations? ( আপনার প্রত্যাশিত বেতন কত? )

Ex: thirty five thousand, sir. ( ৩৫ হাজার টাকা। )

Sir: So, thank you for participating this interview. Let us think us about yourself and we will let you know the summery. Wish you have a good day. Thank you.  (তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ইন্টারভিউতে অংশগ্রহন করবার জন্য। আপনার সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করবো এবং আপনাকে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিবো। আপনার দিনটি শুভ হোক, ধন্যবাদ )

Ex: Thank you very much too. I am fully ready to work with your company and will wait eagerly to be the part of your organization. ( আপনাদেরকেও ধন্যবাদ। আমি আপনার কোম্পানীতে কাজ করতে পুরোপুরি তৈরী এবং আপনার প্রতিষ্ঠানের অংশ হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবো।)

আরো পড়ুন: এ সপ্তাহের চাকরির খবর

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *