বাংলা, সংস্কৃত এবং বিদেশী উপসর্গ

উপসর্গ: বাংলা তৎসম এবং বিদেশি উপসর্গ

উপসর্গ কাকে বলে

ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। ইংরেজি Prefix শব্দের বাংলা উপসর্গ।

কাজ’ একটি শব্দ । এর আগে ‘অ’

অব্যয়টি যুক্ত হলে হয় ‘অকাজ’ – যার অর্থ নিন্দনীয় কাজ।

‘হাঁস’ একটি শব্দ। এর আগে ‘পাতি’ অব্যয়টি যুক্ত হলে হয় পাতিহাঁস।

এ উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।

উপসর্গ কত প্রকার

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার: যথা

(ক) বাংলা উপসর্গ

(খ) তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং

(গ) বিদেশি উপসর্গ

(ক) বাংলা উপসর্গ

বাংলা উপসর্গ মোট একুশটি। যথা-

অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উদাহরণ সহ নিচে এদের প্রয়োগ দেখানো হলো

উপসর্গঅর্থদ্যোতকতাঅর্থউদাহরণ
অভাব

নিন্দিত
অচিন, অজানা, অথৈ

অকেজো, অচেনা, অপয়া
অঘাবোকাঅঘাচণ্ডী, অঘারাম
অজনিতান্ত (মন্দ)অজপুকুর, অজপাড়াগাঁ, অজমূর্খ
অনাঅভাবঅনাদর, অনাবৃষ্টি
অভাবআলুনি, আকাঁড়া, আধোয়া
আড়বক্রআড়নয়নে, আড়চোখে
আননা

বিক্ষিপ্ত
আনকোরা

আনমনা, আনচান
আবঅস্পষ্টততাআবডাব, আবছায়া
ইতিএ বা এর

পুরনো
ইতিপূর্বে, ইতিকর্তব্য

ইতিহাস, ইতিকথা
ঊন (ঊনা)কমঊনপাজুরে, ঊনিশ
কদনিন্দিতকদর্য, কদবেল, কদাকার
কুঅপকর্ষ/ কুৎসিতকুঅভ্যাস, কুনজর, কুকথা
নিনাই/নেতিনিরেট নিখুঁত, নিখোঁজ, নিলাজ
পাতিক্ষুদ্রপাতিশিয়াল, পাতিহাঁস, পাতিলেবু
বিভিন্নতাবিভূঁই, বিপথ, বিফল
ভরপূর্ণতাভরপেট, ভরপুর, ভরদুপুর
রামবড় বা উৎকৃষ্টরামছাগল, রামদা
সঙ্গেসরাজ, সজোর, সরব, সঠিক
সাউৎকৃষ্টসাজিরা
সুউত্তমসুখবর, সুদিন, সুনাম, সুকাজ
হাঅভাবহাঘরে, হাভাতে

বি.দ্র: বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই যুক্ত হয়ে থাকে।

(খ) তৎসম (সংস্কৃত) উপসর্গ

তৎসম উপসর্গ বিশটি। যথা:-

প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উপসর্গযে অর্থে ব্যবহৃতউদাহরণ
প্রপ্রকৃষ্ট/সম্যক খ্যাতি

খ্যাতি

আধিক্য

গতি
প্রভাব, প্রস্ফুটিত, প্রচলন,

প্রসিদ্ধ, প্রভাব, প্রতাপ

প্রগাঢ়, প্রবল, প্রসার, প্রচার

প্রবেশ, প্রস্থান
পরাআতিশয্য

বিপরীত
পরাকাষ্ঠা, পরায়ণ, পরাক্রান্ত,

পরাভব, পরাজয়,
অপবিপরীত

নিকৃষ্ট

স্থানান্তর

বিকৃত
অপমান, অপবাদ, অপকার, অপচয়,

অপকর্ম, অপসংস্কৃতি, অপসৃষ্টি, অপযশ

অপসারণ, অপনোদন, অপহরণ

অপমৃত্যু
সমসম্যক রূপে

সম্মুখে
সম্পূর্ণ, সমাদর, সমৃদ্ধ,

সম্মুখ, সমাগত
নিনিষেধ

নিশ্চয়

অভাব
নিবৃত্তি

নির্ণয়, নিবারণ

নিদারুণ, নিদাঘ

নিষ্কলুষ, নিষ্কাম
অনুপশ্চাৎ

সাদৃশ্য

পৌনঃপুন
অনুশোচনা, অনুজ, অনুগামী, অনুচর

অনুবাদ, অনুকার, অনুরূপ,

অনুক্ষণ, অনুশীলন, অনুদিন
অবহীনতা

সম্যকভাবে
অবজ্ঞা, অবমাননা

অবরোধ, অবগত, অবগাহন,
নিরঅভাব

নিশ্চয়
নিরব, নিরাশ্রয়, নির্ধন, নির্জীব, নিরহঙ্কার,

নির্ধারণ, নির্ভর, নির্ণয়
দূর,মন্দ

কষ্টসাধ্য
দুর্ভাগ্য, দুর্নাম, দুর্দশা,

দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য
বিবিশেষ রূপে

অভাব

গতি
বিধৃত, বিবস্ত্র, বিশুষ্ক, বিশুদ্ধ, বিজ্ঞান,

বিনিদ্র, বিফল, বিবর্ণ, বিশৃঙ্খল,

বিচরণ, বিক্ষেপ
অধিআধিপত্য

উপরি
অধিকার, অধিবাসী, অধিপতি,

অধিরোহণ, অধিষ্ঠান
সুউত্তম

সহজ
সুকণ্ঠ, সুপ্রিয়, সুনীল, সুকৃতি, সুচরিত্র,

সুগম, সুসাধ্য, সুলভ
উৎঊর্ধ্বমুখিতা

আতিশয্য

প্রস্তুতি

অপকর্ষ
উদ্যম, উদগ্রীব, উত্তোলন, উন্নতি, উৎক্ষিপ্ত,

উচ্ছেদ, উৎসুক, উত্তপ্ত, উৎফুল্ল,

উচ্চারণ, উৎপাদন,

উৎকোচ, উৎকট, উচ্ছৃঙ্খল,
পরিবিশেষ রূপ

শেষ

সম্যক রূপে

চতুর্দিক
পরিপক্ক, পরিবর্তন, পরিপূর্ণ

পরিশেষ

পরিশ্রান্ত, পরিমাণ, পরীক্ষা,

পরিভ্রমণ, পরিমণ্ডল
প্রতিসদৃশ

বিরোধ

পৌনঃপুন
প্রতিমূর্তি, প্রতিধ্বনি

প্রতিদ্বন্দ্বী, প্রতিবাদ,

প্রতিদিন, প্রতিমাস
অতিআতিশয্য

অতিক্রম
অতিকায়, অতিশয়, অত্যাচার,

অতিমানব, অতিপ্রাকৃত
অপি
অভিসম্যক

গমন

সম্মুখ বা দিক
অভিব্যক্তি, অভিভূত, অভিজ্ঞ,

অভিযান, অভিসার

অভিবাদন, অভিমুখ,
উপসামীপ্য

সদৃশ

ক্ষুদ্র

বিশেষ
উপকূল, উপকণ্ঠ

উপবন, উপদ্বীপ,

উপসাগর,উপগ্রহ,উপনেতা

উপনয়ন (পৈতা), উপভোগ
পর্যন্ত

ঈষৎ

ুবিপরীত
আমরণ, আকণ্ঠ, আসমুদ্র

আরক্ত, আভাস

আদান, আগমন

(গ) বিদেশি উপসর্গ

ফারসি উপসর্গ

উপসর্গযে অর্থে ব্যবহৃতউদাহরণ
কার্কাজ কারচুপি, কারবার, কারদানি, কারখানা, কারসাজি,
দর্অধীন, মধ্যস্থদরপত্তনী, দরদালান দরপাট্টা,
নানানাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
নিম্‌আধানিমরাজি, নিমখুন
ফিপ্রতিফি-হপ্তা, ফি-বছর, ফি-রোজ, ফি-সন, ফি-মাস
বদ্‌মন্দবদমেজাজ, বদহজম, বদনাম, বদরাগী, বদমাশ,
বেনাবেআদব, বেআক্কেল, , বেতার, বেকার, বেকসুর, বেকায়দা, বেগতিক
বর্বাইরে, মধ্যেবরখাস্ত, বরবাদ, বরদাস্ত, বরখেলাপ
ব্সহিতবকলম, বমাল, বনাম
কম্স্বল্পকমবখ্ত, কমজোর,

আরবি উপসর্গ

‌উপসর্গযে অর্থে ব্যবহৃতউদাহরণ
আম্সাধারণআমমোক্তার, আমদরবার,
খাসবিশেষখাসমহল, খাসদরবার, খাসখবর, খাসকামরা,
লানালাজওয়াব, লাপাত্তা, লাখেরাজ, লাওয়ারিশ
গরু্অভাবগরমিল,গররাজি, গরহাজির,

ইংরেজি উপসর্গ

উপসর্গযে অর্থে ব্যবহৃতউদাহরণ
ফুলপূর্ণফুল-বাবু, ফুল-প্যান্ট , ফুল-হাতা, ফুল-শার্ট,
হাফআধাহাফ স্কুল, হাফ-প্যান্ট, হাফ-হাতা, হাফ-টিকেট,
হেডপ্রধানহেড পণ্ডিত, হেড-মৌলভি, হেড-মাস্টার, হেড-অফিস,
সাবঅধীনসাব-ইন্‌সপেক্টর, সাব-অফিস, সাব-জজ,

আরো পড়ুন:- শব্দের শ্রেণিবিভাগ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *