প্রশ্ন:-১ আধুনিক কম্পিউটারের জনক = জনক চালর্স ব্যাবেস
প্রশ্ন:-২ LCD এর পূর্ণরূপ = Liquid Crystal Display.
প্রশ্ন:-৩ CPU এর পূর্ণরূপ = Central Processing Unit
প্রশ্ন:-৪ কম্পিউটারের কাজের গতি প্রকাশ করে = ন্যানো সেকেন্ড
প্রশ্ন:-৫ প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছেন = লেডি অ্যাডা অগাষ্টা
প্রশ্ন:-৬ কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে = কম
প্রশ্ন:-৭ বাংলা লেখার সফটওয়্যার = বিজয়
প্রশ্ন:-৮ পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় = প্রেজেনটেশন
প্রশ্ন:-৯ অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় = ইন্টারনেট
প্রশ্ন:-১০ ওয়েব অর্থ = জাল
প্রশ্ন:-১১ কম্পিউটার নেটওয়ার্ক = ৪ প্রকার
প্রশ্ন:-১২ IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার = Intel 4004
প্রশ্ন:-১৩ কম্পিউটার র্যাম হচ্ছে = স্মৃতিশক্তি
প্রশ্ন:-১৪ কম্পিউটার বায়োস (BIOS) হচ্ছে = Basic Input-Output System
প্রশ্ন:-১৫ কম্পিউটারের যন্ত্রকে বলে = হার্ডওয়্যার
প্রশ্ন:-১৬ ই-মেইল হচ্ছে = ইলেকট্রনিক মেইল
প্রশ্ন:-১৭ ইউটিউব এর প্রতিষ্ঠাতা = জাভেদ করিম ও স্টিভ চ্যাল
প্রশ্ন:-১৮ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে = Rom
প্রশ্ন:-১৯ 1 KB সমান কত বাইট = 1024 Byte.
প্রশ্ন:-২০ PC এর পূর্ণরূপ = Personal Computer.
প্রশ্ন:-২১ কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার।
প্রশ্ন:-২২ কম্পিউটার শব্দের অর্থ = গননাকারী যন্ত্র।
প্রশ্ন:-২৩ কম্পিউটারের আবিষ্কারক = হাওয়ার্ড এ্যাইকিন
প্রশ্ন:-২৪ কম্পিউটারে কোনটি নেই = বুদ্ধি বিবেচনা
প্রশ্ন:-২৫ কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে = CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)
প্রশ্ন:-২৬ কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে = প্রসেসরকে
প্রশ্ন:-২৭ বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় = বিল গেটস
প্রশ্ন:-২৮ কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় = মাদারবোর্ড
প্রশ্ন:-২৯ ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ = চীন
প্রশ্ন:-৩০ (Chat) চ্যাট অর্থ = খোশগল্প করা
প্রশ্ন:- ৩১ মাইক্রো শব্দের অর্থ = ক্ষুদ্রাকার
প্রশ্ন:-৩২ কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে = Compute শব্দ থেকে।
প্রশ্ন:-৩৩ ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় = পেনড্রাইভ
প্রশ্ন:-৩৪ Find কমান্ড থাকে কোন মেনুতে = Edit
প্রশ্ন:-৩৫ মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার হবে = প্রাণ
প্রশ্ন:-৩৬ কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় = বাইট
প্রশ্ন:-৩৭ পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্রোগ্রাম = মাল্টিমিডিয়া
প্রশ্ন:-৩৮ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় ছিলেন = গণিতবিদ
প্রশ্ন:-৩৯ পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় = প্রেজেন্টেশন
প্রশ্ন:-৪০ কম্পিউটার গণনার একক = বাইট
প্রশ্ন:-৪১ হার্ডওয়্যার কাজ করে না = সফটওয়্যার ছাড়া
প্রশ্ন:-৪২ কম্পিউটার তথ্য প্রক্রিয়ার কাজ করে = নির্দেশ অনুযায়ী
প্রশ্ন:-৪৩ কম্পিউটারের আউটপুট যন্ত্র = মনিটর
প্রশ্ন:- ৪৪ ইন্টারনেটের উদ্ভব হয় = যুক্তরাষ্ট্রে
প্রশ্ন:-৪৫ File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো লেখা থাকে = মেনু বারে
প্রশ্ন:-৪৬ ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে প্রয়োজন = CapsLock
প্রশ্ন:-৪৭ বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য টাইপ করতে হয় = Ctrl+Alt+B
প্রশ্ন:-৪৮ WWW এর জনক = টিম বার্নস লি
প্রশ্ন:-৪৯ অক্ষর কাটা বা মোছার জন্য ব্যবহার করা হয় = ডিলিট বা ব্যাকস্পেস
প্রশ্ন:-৫০ ফাইল Save করার জন্য প্রয়োয়ন = ফাইল মেনু
প্রশ্ন:-৫১ ইনপুট ডিভাইস = কিবোর্ড
প্রশ্ন:-৫২ ৮D কোন ধরনের সংখ্যা = হেক্সাডেসিমাল
প্রশ্ন:-৫৩ ফাংশন কি = F1-F12 পর্যন্ত
প্রশ্ন:-৫৪ কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য = এম.এস.এক্সেল সফটওয়্যার ব্যবহার করা হয়।
প্রশ্ন:-৫৫ দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে = মডেম
প্রশ্ন:-৫৬ এক্সেল = স্প্রেডশিট
প্রশ্ন:-৫৭ কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় = ন্যানো সেকেন্ড
প্রশ্ন:-৫৮ কোন কাজ করার জন্য কম্পিউটারকে প্রদান করতে হয় = ডাটা বা তথ্য
প্রশ্ন:-৫৯ সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো = সুপার কম্পিউটার
প্রশ্ন:-৬০ প্রথমে কম্পিউটার দিয়ে করানো হত = গণনা
প্রশ্ন:-৬১ বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম = ইন্টারনেট
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী